বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (১৩ অক্টোবর) সকাল ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণের কাজ শুরু করেছে।
আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। এ ঘটনায় রোগী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক হেলাল উদ্দিন জানান, মেডিসিন ইউনিটের একটি কক্ষে রাখা তুলার কারণে আগুনের তীব্র ধোঁয়া সৃষ্টি হয়েছে। রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ চলছে।