ঢাকা
খ্রিস্টাব্দ

চট্টগ্রামে বহিষ্কৃত বিএনপি নেতা ‘কিং’ আলী কারাগারে

‘কিং আলীর ভাই লোকমান আলীর বিরুদ্ধেও ওয়ারেন্ট জারি করেছে আদালত’
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি | লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪, ৬.৪২ অপরাহ্ন

আপডেট : রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪, ৬.৪২ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1270506 জন

  • নিউজটি দেখেছেনঃ 1270506 জন
চট্টগ্রামে বহিষ্কৃত বিএনপি নেতা ‘কিং’ আলী কারাগারে

চট্টগ্রামে বহিষ্কৃত বিএনপি নেতা মামুন আলী ওরফে কিং আলীকে কারাগারে পাঠিয়েছে আদালত। রোববার সকাল সাড়ে ১১ টায় চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট চতুর্থ আদালতের বিচারক মোহাম্মদ মোস্তফা তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে সে চট্টগ্রামে কোটি টাকা চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ভাঙচুর, লুটপাটের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন। 


বিষয়টি নিশ্চিত করে বাদী পক্ষের আইনজীবী বিপ্লব কুমার ঘোষ জানান, কিং আলী এবং তার ভাই লোকমান আলীর বিরুদ্ধে দখলচেষ্টা, মালামাল লুট, ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগ এনে বন্দর থানায় ১৮ আগস্টে একটি মামলা করেন মোহাম্মদ মহিউদ্দিন নামে এক ব্যক্তি। ওই মামলায় রোববার আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। অন্যদিকে কিং আলীর ভাই লোকমান আলীর (৩৫) বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেছে আদালত।


বহিষ্কৃত বিএনপি এই নেতার নামে রয়েছে একাধিক মামলা। গত মাসে পাহাড়তলী থানায় এন মোহাম্মদ ট্রেডিংয়ে হামলার ঘটনায় তাকে গ্রেফতার করে পুলিশ। এর আগে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সদস্য মামুন আলীকে (কিং আলী) বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি | লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪, ৬.৪২ অপরাহ্ন
আপডেট : রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪, ৬.৪২ অপরাহ্ন