আজ অনুষ্ঠিত একনেক সভায় অনুমোদন পেয়েছে ৬০ হাজার ৮৯৮ কোটি টাকার চারটি নতুন প্রকল্প। এসব প্রকল্পের মধ্যে ২৪ হাজার ৪৫৮ কোটি টাকা নতুন বরাদ্দ হিসেবে ঘোষণা করা হয়েছে, যা মূলত বৈদেশিক ঋণের মাধ্যমে বাস্তবায়িত হবে।
সভায় সভাপতিত্ব করেন ড. মুহাম্মদ ইউনূস, যেখানে পরিকল্পনা কমিশনের সদস্য ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।
প্রকল্পগুলোর মধ্যে উল্লেখযোগ্য:
সাসেক সড়ক সংযোগ প্রকল্প-২: এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর মহাসড়ক চার লেনে উন্নীত করার জন্য ব্যয় বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৫৬ কোটি টাকা। এই প্রকল্পের মেয়াদ ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ১১ হাজার ১৯৩ কোটি টাকা ঋণ দেবে।
রিজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট (আরইউটিডিপি): দেশের ছয়টি সিটি করপোরেশন ও ৮১টি পৌরসভার জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ৯০১ কোটি টাকার প্রকল্প। এতে বিশ্বব্যাংক ৪ হাজার ২৫৯ কোটি টাকা ঋণ দেবে।
কালুরঘাট সেতু: চট্টগ্রামের কর্ণফুলী নদীর ওপর রেল-কাম-রোড সেতুর জন্য ১১ হাজার ৫৬০ কোটি টাকার প্রকল্প একনেকে তোলা হচ্ছে। ২০১৮ সালে প্রকল্পটির জন্য বরাদ্দ ছিল ১ হাজার ১৬৩ কোটি টাকা, অর্থাৎ ব্যয় ১০ গুণ বেড়ে যাচ্ছে।
মাতারবাড়ী পোর্ট উন্নয়ন: কক্সবাজার মাতারবাড়ীতে গভীর সমুদ্রবন্দর নির্মাণে ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ২৪ হাজার ৩৮১ কোটি টাকা, যা ২০২৯ সালের ডিসেম্বর পর্যন্ত মেয়াদ বৃদ্ধি পাচ্ছে।
এছাড়া, সভায় আরও আটটি প্রকল্পের মেয়াদ বৃদ্ধির প্রস্তাবও অনুমোদন দেওয়া হবে।