ঢাকা
খ্রিস্টাব্দ

চট্টগ্রাম ডিসি পার্কে শুরু হচ্ছে মাসব্যাপী ফুল উৎসব

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
শনিবার, ০৪ জানুয়ারি ২০২৫, ১২.০৪ পূর্বাহ্ন

আপডেট : শনিবার, ০৪ জানুয়ারি ২০২৫, ১২.০৪ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1161685 জন

  • নিউজটি দেখেছেনঃ 1161685 জন
চট্টগ্রাম ডিসি পার্কে শুরু হচ্ছে মাসব্যাপী ফুল উৎসব
ছবি : সংবাদদাতা প্রেরিত।

ফৌজদারহাট-বন্দর সংযোগ সড়কের ডিসি পার্কে শনিবার থেকে শুরু হচ্ছে মাসব্যাপী ফুল উৎসব। ১৩৬ প্রজাতির লক্ষাধিক ফুলের আসর বসবে সেখানে। তৃতীয়বারের মতো চট্টগ্রাম জেলা প্রশাসন এ উৎসবের আয়োজন করছে। 


চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানম বলেন, শনিবার সকাল ১১টায় অনুষ্ঠিতব্য চট্টগ্রাম ফুল উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ। বিশেষ অতিথি থাকবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন।


ফরিদা খানম বলেন, মাসব্যাপী এই উৎসবে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, মাল্টিকালচারাল ফেস্টিভ্যাল, মাসব্যাপী গ্রামীণ মেলা, বই উৎসব, ঘুড়ি উৎসব, ফুলের সাজে একদিন, পিঠা উৎসব, লেজার লাইট শো, ভিআর গেইম, মুভি শো, ভায়োলিন শো, পুতুল নাচসহ নানা রকমের আয়োজন।


জানা গেছে, মেলায় প্রবেশের জন্য এবার ৫০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে, যা গত বছরের চেয়ে ২০ টাকা বেশি। টিকিট মেলা প্রাঙ্গণে কেনার পাশাপাশি অনলাইনে সংগ্রহের ব্যবস্থাও রাখা হয়েছে।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
শনিবার, ০৪ জানুয়ারি ২০২৫, ১২.০৪ পূর্বাহ্ন
আপডেট : শনিবার, ০৪ জানুয়ারি ২০২৫, ১২.০৪ পূর্বাহ্ন