চট্টগ্রামের মিরসরাই উপজেলার বীর মুক্তিযোদ্ধা অহিদুল হক শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন। তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ চলাকালীন ‘মিরসরাই থানা কমান্ডার’ এর দায়িত্ব পালন করেন। অসীম সাহসী এই বীর মুক্তিযোদ্ধা অহিদুল হক ১০ নং মিঠানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। রবিবার (১৮ আগস্ট) বিকেল ৩ টায় চট্টগ্রাম নগরীর নিজ বাসায় তিনি মৃত্যুবরণ করেন। দীর্ঘদিন তিনি বার্ধক্যজনিত রোগে ভূগছিলেন।
সোমবার (১৯ আগস্ট) সকাল ১০ টায় মিরসরাই উপজেলার মিঠানালা ইউনিয়নের তার নিজ বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার শেষে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। মৃত্যুকালে তিনি পরিবার পরিজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
বীর মুক্তিযোদ্ধা অহিদুল হকের মৃত্যুতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মিরসরাই উপজেলা কমান্ড এবং আমরা মুক্তিযোদ্ধার সন্তান মিরসরাই উপজেলা শাখা গভীর শোক ও দূঃখ প্রকাশ করেছেন।