মাদারীপুরের শিবচর উপশহর ময়না কাঁটা নদী থেকে এনায়েত শেখ(৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১২ জুলাই) পৌনে বারোটার সময় শিবচর থানা পুলিশ অর্ধগলিত মাথা বিহীন এক যুবকের মরদেহ উদ্ধার করে।
নিহত এনায়েত শেখ (৩৫) শিবচর পৌরসভার ৭ নং ওয়ার্ড,নলগোড়া খাজার ডেক এলাকার বাসিন্দা। তিনি মৃত্যু ফকু শেখের ছেলে।
নিহতের বড় ভাই মোঃ ইলিয়াস শেখ বলেন, আমার ছোট ভাই পেশায় একজন অটোচালক। গত এগারো আগে অটোগাড়ী নিয়ে বের হন। এরপর আর বাসায় ফেরেনি। দীর্ঘ ১১দিন যাবৎ নিখোঁজ। অনেক খোঁজাখুঁজি করেছি এবং শিবচর থানায় অভিযোগ দায়ের করেছি। কিন্তু আমরা তাকে খুঁজে পাইনি।আজ রাত পৌনে বারোটার সময় আমার ভাইকে ময়না কাঁটা নদী থেকে মাথা বিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শিবচর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের অর্ধগলিত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজহার আলী জানান, এটি পরিকল্পিত হত্যা নাকি আত্মহত্যা বিষয়টি নিশ্চিত করে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে ঘটনার সত্যতা উদঘাটন সম্ভব হবে বলে ও জানান তিনি।