মিরসরাইয়ে একটি মর্মান্তিক দুর্ঘটনায় আবুল কাশেম (৭২) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাদি ফকিরহাট বাজারের উত্তর পাশে ঢাকামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে। নিহত আবুল কাশেম খইয়াছড়া ইউনিয়নের উত্তর গাছবাড়িয়া গ্রামের মৃত এবাদুল রহমানের ছেলে ও হাদি ফকিরহাটের একজন স্থানীয় ব্যবসায়ী ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় শিক্ষক রামু শর্মা গণমাধ্যমকে জানান, দুর্ঘটনার সময় তিনি ঘটনাস্থল থেকে মাত্র ২৫-৩০ মিটার দূরে ছিলেন। তিনি জানান, ঢাকামুখী লেনে একটি বাসকে পাশ কাটাতে গিয়ে দ্রুতগতির একটি মোটরসাইকেল বাসের সঙ্গে ধাক্কা খায় এবং এরপর সড়কের বাইরে গিয়ে পথচারী আবুল কাশেমকে আঘাত করে।
নিহতের পরিবারের সদস্য নুর নবী গণমাধ্যমকে জানান, শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে আবুল কাশেম হাদি ফকিরহাট থেকে কেনাকাটা করে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনায় তার মৃত্যু হয়। মোটরসাইকেলটি সড়ক থেকে ছিটকে গিয়ে তাকে ধাক্কা দেয়, এবং ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহতের লাশ পরে বাড়িতে নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে কুমিরা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মামুন জানান, হাদি ফকিরহাট এলাকায় দুর্ঘটনার বিষয়টি তিনি শুনেছেন তবে নিহতের তথ্য এখনও প্রাপ্ত হয়নি। খোঁজ-খবর নেওয়া হচ্ছে এবং পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
এ দুর্ঘটনায় স্থানীয় বাসিন্দারা গভীর শোক প্রকাশ করেছেন এবং সড়ক নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছেন।