পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, নগরায়ন যদি পরিবেশ ধ্বংস করে, তবে তা গ্রহণযোগ্য নয়। সোমবার (৭ অক্টোবর) রাজউক ভবনে বিশ্ব বসতী দিবস উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
রিজওয়ানা হাসান বলেন, "রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) প্রতিষ্ঠার শুরু থেকেই জবাবদিহিতা ও স্বচ্ছতার অভাব লক্ষ্য করছি। এরশাদের সময় রাজউক প্রতিষ্ঠিত হওয়ার পর শুধু উন্নয়ন হয়েছে, কিন্তু প্রকৃত অর্থে জবাবদিহিতা দেখা যায়নি।"
তিনি আরও বলেন, রাজউকের বোর্ডে প্রয়োজনীয় সম্পৃক্ততার গুরুত্ব রয়েছে। "কিছু আমলাকে নিয়ে রাজউককে ইনক্লুসিভ করার চেষ্টা করলে সঠিক সমাধানে পৌঁছানো সম্ভব নয়," বলেন তিনি।
নতুন বাংলাদেশ গঠনে চ্যালেঞ্জ মোকাবেলার কথা উল্লেখ করে রিজওয়ানা হাসান তরুণ নগর বিশেষজ্ঞদের পরামর্শের ভিত্তিতে একটি সুস্থ ও সুন্দর নগর গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন।
অন্যদিকে, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, "রাজউকসহ নগর সংস্থাগুলোর সংস্কার প্রয়োজন। ঢাকায় দরিদ্রদের আবাসনের ব্যবস্থা নেই, যা সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ।"