ঢাকা
খ্রিস্টাব্দ

চট্টগ্রামে চোরাই ডিজেলসহ দুই কারবারি গ্রেফতার

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1896322 জন

  • নিউজটি দেখেছেনঃ 1896322 জন
চট্টগ্রামে চোরাই ডিজেলসহ দুই কারবারি গ্রেফতার
ছবি : সংগৃহীত

চট্টগ্রামের বাকলিয়া থানাধীন কর্ণফুলী নদী থেকে ১২শ লিটার চোরাই ডিজেলসহ দুই কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ মে) দিনগত রাত ১১টার দিকে কর্ণফুলী নদীর চাক্তাই খালের মুখ এলাকা থেকে তাদের গ্রেফতার করে সদরঘাট নৌ পুলিশ।



গ্রেফতারকৃতরা হলেন, কর্ণফুলী থানাধীন চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর আজিম পাড়ার মো. হাসান আলির ছেলে মো. সাকিব হাসান (২২) এবং মৃত কামাল মাঝির ছেলে মো. রাব্বি (২১)। তাদের বিরুদ্ধে বাকলিয়া থানায় মামলা করেছেন সদরঘাট নৌ থানার উপ-পরিদর্শক এসআই পরিমল চন্দ্র মল্লিক।



সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চাক্তাই খালের মুখ বরাবর কর্ণফুলী নদী থেকে একটি কাঠের নৌকা থেকে ৬টি ড্রামে ভর্তি ১২শ লিটার চোরাই ডিজেল জব্দসহ দুই কারবারিকে গ্রেফতার করা হয়।



পরে তাদের বিরুদ্ধে বাকলিয়া থানায় মামলা করা হয়। মামলাটি নৌ-পুলিশ তদন্ত করবে। ঘটনায় জড়িত অন্যদেরও আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন