ঢাকা
খ্রিস্টাব্দ

রাজনৈতিক হয়রানিমূলক মামলা:

১১ হাজার ৪৪৮টি মামলা প্রত্যাহারের সুপারিশ, তালিকা চেয়ে অনুরোধ

মামলা প্রত্যাহারের এই কার্যক্রম চলমান রয়েছে- জনসংযোগ কর্মকর্তা
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
বুধবার, ২৮ মে ২০২৫, ৩.২৫ অপরাহ্ন

আপডেট : বুধবার, ২৮ মে ২০২৫, ৩.৩২ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 620133 জন

  • নিউজটি দেখেছেনঃ 620133 জন
১১ হাজার ৪৪৮টি মামলা প্রত্যাহারের সুপারিশ, তালিকা চেয়ে অনুরোধ
-প্রতীকি ছবি।


রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে দায়ের করা মামলাগুলো প্রত্যাহারে গঠিত আন্তঃমন্ত্রণালয় কমিটি এ পর্যন্ত ১১ হাজার ৪৪৮টি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে। বুধবার (২৮ মে ২০২৫) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।




বিজ্ঞপ্তিতে বলা হয়, মামলা প্রত্যাহারের এই কার্যক্রম চলমান রয়েছে এবং আরও বেগবান করতে রাজনৈতিক দলগুলোকে হয়রানিমূলক মামলার তালিকা জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। ইতোমধ্যে কমিটি ১৬টি সভায় বিভিন্ন জেলার প্রাপ্ত তালিকা ও সংশ্লিষ্ট কাগজপত্র বিশ্লেষণ করে এসব মামলার সুপারিশ করেছে।




বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জানুয়ারি মাসে প্রায় ১৬ হাজার মামলার তালিকা জমা দেয়, যার মধ্যে প্রায় অর্ধেক মামলার সুপারিশ ইতোমধ্যে করা হয়েছে। একইভাবে, বাংলাদেশ জামায়াতে ইসলামী ১,২০০টি মামলার তালিকা এবং হেফাজতে ইসলাম বাংলাদেশ সাম্প্রতিক সময়ে ৪৪টি মামলার তালিকা জমা দিয়েছে।




তবে, রাজনৈতিক দলগুলোর প্রেরিত তালিকার সাথে এজাহার ও চার্জশিটের মতো প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত না করায় কিছু মামলার ব্যাপারে সুপারিশ প্রক্রিয়ায় বিলম্ব হচ্ছে। এ কারণে আন্তঃমন্ত্রণালয় কমিটি সকল দলকে দ্রুত প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার আহ্বান জানিয়েছে।




বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, মামলা প্রত্যাহারে সরকার ‘বিলম্ব করছে’— এমন দাবি রাজনৈতিক দলগুলোর একটি বস্তুনিষ্ঠ নয় এবং সরকারের পক্ষ থেকে নিয়মিত বৈঠকের মাধ্যমে সুষ্ঠুভাবে মামলাগুলো যাচাই-বাছাই করে কার্যক্রম পরিচালিত হচ্ছে।




এ প্রসঙ্গে আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলের সভাপতিত্বে গঠিত আন্তঃমন্ত্রণালয় কমিটি প্রতিনিয়ত সভা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট থেকে প্রাপ্ত তালিকা ও দলিল যাচাই করে মামলাগুলো প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহণ করছে।


উল্লেখযোগ্য তথ্য:

মোট সুপারিশকৃত মামলা: ১১,৪৪৮টি 

বিএনপি প্রদত্ত মামলার তালিকা: প্রায় ১৬,০০০টি

জামায়াতে ইসলামীর তালিকা: ১,২০০টি

হেফাজতে ইসলামের তালিকা: ৪৪টি

মোট সভা অনুষ্ঠিত: ১৬টি


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
বুধবার, ২৮ মে ২০২৫, ৩.২৫ অপরাহ্ন
আপডেট : বুধবার, ২৮ মে ২০২৫, ৩.৩২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ