ঢাকা
খ্রিস্টাব্দ

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক গোলাপ গ্রেপ্তার

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1774184 জন

  • নিউজটি দেখেছেনঃ 1774184 জন
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক গোলাপ গ্রেপ্তার
ছবি : সংগৃহীত

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার দুপুরে রাজধানীর নাখালপাড়ার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) সারওয়ার আলম খান জানান। গোলাপকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে জানতে চাইলে এ পুলিশ কর্মকর্তা বলেন, “এখনও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।” ছাত্র-জনতার প্রবল গণ আন্দোলনে ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির সভাপতি শেখ হাসিনা ভারতে চলে যান। দলটির অধিকাংশ নেতা চলে যান আত্মগোপনে। আত্মগোপনে থাকা সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতাদের মধ্যে বেশ কয়েকজন গত কয়েক দিনে গ্রেপ্তার হয়েছেন।


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে সংঘর্ষে হতাহতের মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান মিয়া (গোলাপ) একসময় সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ছিলেন। একাদশ সংসদ নির্বাচনে মাদারীপুর-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হলেও সরকারে জায়গা পাননি। গত পাঁচ বছরে তার বিরুদ্ধে বিপুল দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ ওঠে। গত ৭ জানুয়ারির দ্বাদশ সংসদ নির্বাচনে এই আওয়ামী লীগ নেতা নিজ দলের তাহমিনা বেগমের কাছে হেরে যান, যিনি মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন। 



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ