ঢাকা
খ্রিস্টাব্দ

দেশের চোর-ডাকাত প্রসঙ্গে যা বললেন আফজাল হোসেন

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1817236 জন

  • নিউজটি দেখেছেনঃ 1817236 জন
দেশের চোর-ডাকাত প্রসঙ্গে যা বললেন আফজাল হোসেন
ছবি : সংগৃহীত

চির সবুজ অভিনেতা আফজাল হোসেন। অভিনয়ের পাশাপাশি তিনি নির্মাতা ও চিত্রশিল্পী। নিয়মিত লেখালেখিও করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে  প্রায়ই নানা ইস্যু নিয়ে লেখেন তিনি।


এবার তার লেখায় উঠে এল দেশে অন্যায় ও চোর-ডাকাতদের প্রসঙ্গ। ফেসবুক পোস্টে আফজাল হোসেন লিখেছেন, ‘দেশ অনেক বদলে গেছে। বদলে গেছে বহু মানুষও। একটু ভালো জীবনের আশায় শত চেষ্টা করেও কোটি কোটি মানুষের ভাগ্য বা কপাল বদলায়নি, বদলেছে কপালের খানিকটা ওপরের দিক।


হয় কপালে পড়েছে ভাঁজ অথবা মাথার চুল হতাশার ঠ্যালা-গুতায় হয়েছে উধাও। কষ্টের জীবন নিয়ে মানুষের অত ক্ষোভ-অশান্তি ছিল না। ক্ষোভ আর অশান্তি মন্দ মানুষদের নিয়ে যাদের চাওয়া অশেষ, পাওয়ারও শেষ নেই।’

তিনি লিখেছেন, ‘ঘোরতর অন্যায় তারা হাসতে হাসতে করতে পারে।


অথচ যারা সাধারণ অন্যায়ের দিকে এক পা বাড়াতে কেঁপে মরে। ভাবে, অন্যায় যদি করি—দেশের আইন গলা চেপে ধরবে, আবার ওপরওয়ালা শেষ বিচারের দিন একচুলও ছাড় দেবেন না।’

ফেসবুক পোস্টের এক পর্যায়ে আফজাল হোসেন লিখেছেন, ‘দেশের চোর-ডাকাতগুলোর কলিজা বড়। তারা দেশের আইন বা আল্লাহ-কিছুরই ভয় করে না। ভাবে, আমি আমরা সবাইকে তুষ্ট করেই যা করার করছি।


অন্যায়কারী অন্যায় একা করে না, অনেককে দিয়ে-থুয়েই করে-সেটাই তাদের সাহস ও শক্তি জোগায়।’ আফজাল হোসেনের লেখায় এই সময়ে ভালো মানুষের দীর্ঘশ্বাস উঠে আসা এবং চোর, ডাকাত আর লুটেরাদের চারিত্রিক বৈশিষ্ট্যও উঠে এসেছে।


তিনি লিখেছেন, ‘ভালো মানুষেরা দীর্ঘশ্বাস ফেলে আমাদের ভয়ডর এত কেন! চোর, ডাকাত, লুটেরারা সংখ্যায় বাড়তে বাড়তে নিকট পর্যন্ত এসে গেছে সেই তাপে কারো কারো মনে হয় সবাই যখন করছে, এক-আধটু নিজে করলে অসুবিধা কী! ওই ভাবা পর্যন্তই। ঠকতে ঠকতে জীবন তলানিতে পৌঁছেছে, তবু একদল মানুষ ভালো হয়ে থাকবার বাসনাটা টিকিয়ে রাখে। সে চেষ্টা কি সমাদর পায়? পায় না।’


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ