ঢাকা
খ্রিস্টাব্দ

আহত ১০

যে কারণে মিরসরাইয়ে বিএনপি-জামায়াতের দু’পক্ষের সংঘর্ষ

ঠিকাদারী মালামাল সরবরাহের বিষয় নিয়ে দ্বন্দ্ব
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক | লাল সবুজ বাংলাদেশ
মিরসরাই (চট্টগ্রাম)
সোমবার, ০৬ জানুয়ারি ২০২৫, ৬.৪৪ অপরাহ্ন

আপডেট : সোমবার, ০৬ জানুয়ারি ২০২৫, ৭.১৭ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1175092 জন

  • নিউজটি দেখেছেনঃ 1175092 জন
যে কারণে মিরসরাইয়ে বিএনপি-জামায়াতের দু’পক্ষের সংঘর্ষ
জোরারগঞ্জে সংঘর্ষে আহতের ছবি ইনসেটে এবং ঠিকাদারি নিয়ে দ্বন্দ্বের স্থান -ছবি।

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ -ল্যাবের নির্মানাধীন ভবনের ঠিকাধারী কাজের মালামাল সরবরাহকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১০জন আহত হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে মালামাল সরবরাহ করতে গেলে এই সংঘর্ষের ঘটনা ঘটে।  এতে করে জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মাসুকুল আলম সোহান (৪৮), বিএনপি নেতা মোঃ  মামুন (৩৫), আলা উদ্দিন (৩৬), রিপন, রাজু ও জামায়াত নেতা শিবির জামাল (৩৯) সহ উভয় পক্ষের অন্ততঃ ১০ জন আহত হয়েছে। এদের মধ্যে মামুন ও জামালকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

জানা যায়, ঠিকাদারি প্রতিষ্ঠান সেলটেক ইঞ্জিনিয়ারিংয়ের আওতায় চট্টগ্রাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ৮২ কোটি টাকা ব্যয়ে ল্যাব ভবনের নির্মাণ কাজ চলছে। ঐ প্রতিষ্ঠানে মালামাল সরবরাহ করতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলে জোরারগঞ্জ থানা পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়।

সেলটেক ইঞ্জিনিয়ারিংয়ের প্রকল্প পরিচালক প্রকৌশলী মাহাবুব বলেন, ভবনের নির্মাণ সামগ্রী সরবরাহ করার জন্য মাসুকুল আলম সোহান ও গোলাম জাকারিয়ার মালিকানাধীন জোরারগঞ্জ এন্টারপ্রাইজের সাথে মৌখিক কথা হয়েছে, তাদের থেকে কিছু মালামাল নেয়া হয়েছে। কিন্তু প্রাতিষ্ঠানিক ভাবে লিখিত চুক্তি কারো সাথে হয়নি। সেক্ষেত্রে জামাল উদ্দিনের মালিকানাধীন জেএস এন্টারপ্রাইজ মালের নমুনা পাঠালে আমরা তা বাতিল করি। এ নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়।

এ বিষয়ে জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক গোলাম জাকারিয়া বলেন, টেক্সটাইল কলেজে মালামাল সরবরাহকে কেন্দ্র করে আমাদের দলের ছোট ভাইদের উপর জামায়াত নেতা-কর্মীরা হামলা করে আমি আর সোহান  জিজ্ঞাসা করলে আমাদের ওপরও হামলা করে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জোরারগঞ্জ থানা জামায়াতের আমির নুরুল হুদা হামিদি বলেন, ব্যবসায়িক একটা ঘটনাকে কেন্দ্র করে আমাদের ভাইদের ওপর সন্ত্রাসীরা ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। এতে জামায়াত নেতা জামাল গুরুতর আহতসহ আরো ৪-৫ জন আহত হয়েছে। এটা কোন রাজনৈতিক ঘটনা নয়।

এবিষয়ে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ এটিএম সিফাতুল মাজদার বলেন, ঘটনা সম্পর্কে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে কাউকে পাইনি।  এখন পর্যন্ত কোন পক্ষ অভিযোগ করেনি। কেউ লিখিত অভিযোগ করলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে। এই ঘটনার প্রেক্ষিতে কাউকে আটক বা গ্রেফতার করার বিষয়ে তিনি বলেন, এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে -কাউকে আটক করা হয়নি।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক | লাল সবুজ বাংলাদেশ
মিরসরাই (চট্টগ্রাম)
সোমবার, ০৬ জানুয়ারি ২০২৫, ৬.৪৪ অপরাহ্ন
আপডেট : সোমবার, ০৬ জানুয়ারি ২০২৫, ৭.১৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ