চট্টগ্রামের মিরসরাই উপজেলার পূর্ব মায়ানী এলাকায় খালপাড়ের রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় কুড়িয়ে পাওয়া এক নবজাতকের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর ও স্থানীয় সামাজিক সংগঠন দুর্বার প্রগতি।
৩১ মে শনিবার সকালে স্থানীয় বাসিন্দা নুরুল মোস্তফা নবজাতকটিকে কান্নার শব্দে খুঁজে পান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার এবং উপজেলা সহকারী সমাজসেবা অফিসার মো. শাহাবুদ্দীন।
শিশুটি কার এখন পর্যন্ত কোন তথ্য জানা সম্ভব না হলেওপ্র শাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে শিশুটির সার্বিক দায়িত্ব গ্রহণ করা হয়। নিরাপত্তা, চিকিৎসা ও খাবারের ব্যবস্থা নিশ্চিত করতে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সিদ্ধান্ত নেওয়া হয় যে, নিঃসন্তান দম্পতি খোরশেদ আলম ও ফারজানা আক্তারের জিম্মায় আগামী ১ জুন সকাল সাড়ে ৯টা পর্যন্ত শিশুটিকে রাখা হবে। ওই দম্পতি কুড়িয়ে পাওয়ার পর থেকেই শিশুটির যত্নে সর্বাত্মক ভূমিকা পালন করে আসছেন।
বর্তমানে শিশুটি উপজেলা স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং সুস্থ ও নিরাপদ রয়েছে।
শিশুটির স্থায়ী নিরাপদ আবাসন নিশ্চিত করতে আগামী ১ জুন সকালে সকল প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন ইউএনও।
এই ঘটনায় সমাজসেবা অধিদপ্তরের তাৎক্ষণিক নির্দেশনায় ছুটে যান দুর্বার প্রগতি সংগঠনের সভাপতি রিপন কুমার দাশ এবং সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাহমুদ। তারা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় সব কাজ সম্পন্ন করেন।
স্থানীয় প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর ও সচেতন সমাজের সম্মিলিত সহযোগিতায় এই শিশুর জন্য একটি নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করা হবে—এমন প্রত্যাশাই করছেন এলাকাবাসী।