ঢাকা
খ্রিস্টাব্দ

আওয়ামী লীগের নতুন কমিটি, ঘুরে দাঁড়াতে প্রচেষ্টা

আওয়ামী লীগ প্রথমবারের মতো পুরো যুক্তরাষ্ট্রকে চার অঞ্চলে ভাগ করে কমিটি গঠনের সিদ্ধান্ত৷
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক ::

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1748490 জন

  • নিউজটি দেখেছেনঃ 1748490 জন
আওয়ামী লীগের নতুন কমিটি, ঘুরে দাঁড়াতে প্রচেষ্টা
বাঁ থেকে: রবি আলম, শফিকুল আলম বরকত, এম ফজলুর রহমান ও মোহাম্মদ আলী মানিক।

যুক্তরাষ্ট্রকে চার অঞ্চলে ভাগ করে পশ্চিম ও দক্ষিণাঞ্চলের নতুন কমিটি গঠন করেছে আওয়ামী লীগ। জানা যায়, কমিটি গঠনের এই প্রক্রিয়ায় প্রথম বারের মত যুক্তরাষ্ট্রকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এতে, একদিকে যেমন নতুন নেতৃত্ব পেয়েছে দলটি, অপর দিকে যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের অবস্থান সক্রিয় এবং শক্তিশালী করতে মরিয়া হয়েছে আওয়ামী লীগ। 


গত ৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী থাকাকালীন দলটির সভাপতি শেখ হাসিনা ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশ ছেড়ে ভারতে অবস্থান করতে বাধ্য হন। এরই মধ্যে ৬ সেপ্টেম্বর এ কমিটি অনুমোদনের বিষয়টি জানা যায়। 


এতে যুক্তরাষ্ট্র পশ্চিমাঞ্চলীয় আওয়ামী লীগের সভাপতি পদে রবি আলম এবং সাধারণ সম্পাদক পদে শফিকুল আলম বরকত মনোনীত হয়েছেন।


১৫টি অঙ্গরাজ্যের সমন্বয়ে এই অঞ্চলের আওতায় রয়েছে ক্যালিফোর্নিয়া, টেক্সাস, ওকলাহোমা, কলোরাডো, ওয়াইয়োমিং, মন্টানা, আইডাহো, ওয়াশিংটন ডি.সি., অরেগন, নেভাদা, ইউটাহ, অ্যারিজোনা, নিউ মেক্সিকো, আলাস্কা ও হাওয়াই।


অন্যদিকে দক্ষিণাঞ্চলীয় আওয়ামী লীগের সভাপতি পদে মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আলী মানিক মনোনীত হয়েছেন।


১১টি অঙ্গরাজ্য নিয়ে এই অঞ্চলের আওতায় রয়েছে টেনেসি, অ্যালাবামা, সাউথ ক্যারোলিনা, নর্থ ক্যারোলিনা, কেন্টাকি, লুইজিয়ানা, মিসিসিপি, আরকানসাস, ফ্লোরিডা ও জর্জিয়া।


সংগঠনটির পক্ষ থেকে জানা যায়, নতুন দুই নেতা কমিটির অবশিষ্ট পদগুলো পূরণ করবেন। দুই অঞ্চলের আওয়ামী লীগের অধীনে থাকা অঙ্গরাজ্যগুলোতেও নতুন কমিটি গঠিত হবে। শীঘ্র উত্তর ও পূর্বাঞ্চলীয় আওয়ামী লীগের কমিটির ঘোষণা আসতে পারে বলে জানা যায়।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক ::

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ