ঢাকা
খ্রিস্টাব্দ

নীরবতা ভেঙে বাঁধন বললেন—‘অন্যের মন্তব্য বিচলিত করে না আমাকে’

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ৬.০৫ অপরাহ্ন

আপডেট : সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ৬.০৫ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 867475 জন

  • নিউজটি দেখেছেনঃ 867475 জন
নীরবতা ভেঙে  বাঁধন বললেন—‘অন্যের মন্তব্য বিচলিত করে না আমাকে’

বেশ অনেক দিন ধরেই খোঁজ নেই আজমেরী হক বাঁধনের। জুলাই আন্দোলনে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাজপথেও সরব ছিলেন এই অভিনেত্রী। কিন্তু এরপর মাস কয়েক নিজেকে আড়াল করে নিয়েছিলেন। সোশ্যাল মিডিয়াতেও ছিল না কোনো আনাগোনা।



তবে বাংলা নববর্ষের দিন ফিরলেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বাঁধন বললেন, সোশ্যাল মিডিয়া দূরে থেকে থাকায় শান্তিতে ছিলেন তিনি।


এক ফেসবুক পোস্টে বাঁধন লেখেন, ‘হ্যালো, পৃথিবী! শুভ নববর্ষ! আমি এখনো এখানেই আছি। এখনো আমার মায়ের বাড়িতেই থাকি, আমার বাবার গাড়ি চালাই।


বাইরে জীবন সহজ, কিন্তু ভেতরে নীরবে ভাঙাগড়া চলে। আমি কিছুদিনের জন্য সোশ্যাল মিডিয়া থেকে সরে এসেছিলাম এবং সত্যি বলতে, এটি আমাকে শান্তি এনে দিয়েছে।’


ভুল স্বীকার করা এবং নিজের বেড়ে ওঠাকে সম্মান করেন জানিয়ে তিনি লেখেন, ‘আমার নিজস্ব একটি মন আছে। আমি যে পথে হেঁটেছি, তা সহজ ছিল না, তবে এটি একান্তই আমার।


আমি আমার ভুলগুলো স্বীকার করি এবং আমার এই বেড়ে ওঠাকে সম্মান করি। আমার প্রতিটি সাফল্য নিজে অর্জন করেছি। অন্যের মন্তব্য আমাকে বিচলিত করে না। আমি জানি আমি কে এবং এখানে পৌঁছানোর জন্য কী করেছি।’

সবশেষে বাঁধন লেখেন, ‘কোনো অনুশোচনা নেই।


প্রতিটি অভিজ্ঞতা একটি শিক্ষা। প্রতিটি পদক্ষেপ গল্পের অংশ, যা আজকের আমাকে তৈরি করেছে। সামনেও এই দৃঢ়তা নিয়ে এগিয়ে যাব।’


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | বিনোদন
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ৬.০৫ অপরাহ্ন
আপডেট : সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ৬.০৫ অপরাহ্ন