ঢাকা
খ্রিস্টাব্দ

গ্যাটকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের শুনানি ২৪ অক্টোবর

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :
নিউজটি দেখেছেনঃ 1689147 জন
  • নিউজটি দেখেছেনঃ 1689147 জন
গ্যাটকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের শুনানি ২৪ অক্টোবর
ছবি : সংগৃহীত

গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ১৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির তারিখ আগামী ২৪ অক্টোবর ধার্য করা হয়েছে।


রোববার (২০ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক আবু তাহেরের আদালতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। মামলার ১৫ আসামির মধ্যে ১৪ জনের অব্যাহতির শুনানি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। ২৪ জানুয়ারি থেকে খালেদা জিয়ার অব্যাহতি চেয়ে শুনানি শুরু হলেও, দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবীকে নতুন করে শুনানির নির্দেশ দেন আদালত।


২০০৭ সালের ২ সেপ্টেম্বর দুদকের উপ-পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী খালেদা জিয়া, তার ছেলে আরাফাত রহমান কোকোসহ ১৩ জনের বিরুদ্ধে মামলাটি তেজগাঁও থানায় দায়ের করেন। পরদিন খালেদা জিয়া ও কোকোকে গ্রেপ্তার করা হয়। ওই বছরের ১৮ সেপ্টেম্বর মামলাটি জরুরি ক্ষমতা আইনের অধীনে অন্তর্ভুক্ত হয়। ২০০৮ সালের ১৩ মে মামলার অভিযোগপত্র দাখিল করা হয়, যেখানে বলা হয় আসামিরা গ্যাটকোকে রাষ্ট্রের ১৪ কোটি ৫৬ লাখ ৩৭ হাজার ৬১৬ টাকার ক্ষতি করেছেন।


মামলার ২৪ আসামির মধ্যে ১১ জন মারা গেছেন। জীবিত আসামিরা হলেন সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান কমোডর জুলফিকার আলী, ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট :
সর্বশেষ সংবাদ