ঢাকা
খ্রিস্টাব্দ

কালকিনিতে উৎসবমুখর পরিবেশে দৈনিক আজকের দর্পণ’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শাখাওয়াত হোসেন মোল্লা | সংবাদদাতা
শিবচর (মাদারীপুর)
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২.৩৩ পূর্বাহ্ন

আপডেট : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২.৩৩ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 91268 জন

  • নিউজটি দেখেছেনঃ 91268 জন
কালকিনিতে উৎসবমুখর পরিবেশে দৈনিক আজকের দর্পণ’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- ছবি সংবাদদাতা প্রেরিত।

মাদারীপুরের কালকিনিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে পালিত হলো জাতীয় দৈনিক আজকের দর্পণ-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে কালকিনি মডেল প্রেসক্লাব প্রাঙ্গণে উৎসুক মানুষের পদচারণায় মুখরিত। কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে এ উৎসব সম্পন্ন হয়।


উক্ত অনুষ্ঠানে দোয়া ও প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সাংবাদিক ও জনপ্রতিনিধি আগত নেতৃবৃন্দরা। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষাবিদ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, জাতীয় দৈনিক আজকের দর্পণ তার সূচনালগ্ন থেকেই সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে। প্রতিকূলতার মধ্যেও এ পত্রিকা সাংবাদিকতার মান বজায় রেখে এগিয়ে চলছে। তারা আরও বলেন, আজকের দর্পণ শুধু একটি সংবাদপত্র নয়, বরং সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি।  


দৈনিক আজকের দর্পনের প্রতিষ্ঠাবার্ষিকীতে উপস্থিত ছিলেন 'দৈনিক ইনকিলাব পত্রিকার প্রতিনিধি ও কালকিনি মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ মিজানুর রহমান মিজান, মাদারীপুর জেলা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের দর্পন পত্রিকার মাদারীপুর জেলা প্রতিনিধি মীর ইমরান, দৈনিক সংবাদ পত্রিকার সাংবাদিক ও কালকিনি মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফুর রহমান হাকিম, দৈনিক জনকণ্ঠ পত্রিকার সাংবাদিক ও ভুরঘাটা প্রেসক্লাবের সভাপতি জাফরুল হাসান, দৈনিক বিজনেস বাংলাদেশ পত্রিকার সাংবাদিক ও কালকিনি মডেল প্রেসক্লাবের সিনিয়র সদস্য বিএম হানিফ, দৈনিক দিনকাল পত্রিকার উপজেলা প্রতিনিধি ও ডাসার উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান আজাদ, কালকিনি মডেল প্রেসক্লাবের সদস্য ও চ্যানেল এস টেলিভিশনের কালকিনি প্রতিনিধি ইব্রাহিম সবুজ, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি রাজিব আহমেদ, দৈনিক যায়যায়কাল কালকিনি প্রতিনিধি মোঃ আজাদ হোসেন, উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দৈনিক আজকের দর্পন কালকিনি উপজেলা প্রতিনিধি মোঃ ইসতিয়াক ( চঞ্চল)


অনুষ্ঠানে বক্তারা বর্তমান সমাজে সাংবাদিকতার গুরুত্ব ও দায়িত্বের কথা তুলে ধরে বলেন-গণমাধ্যম সমাজের আয়না, আর আজকের দর্পণ সেই আয়নায় মানুষের সত্য প্রতিবিম্ব দেখিয়ে আসছে। আগামী দিনে এ পত্রিকাটি দেশ ও জাতির কল্যাণে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।


প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। এবং দৈনিক আজকের দর্পণের উত্তরোত্তর সাফল্য ও অগ্রগতির জন্য প্রার্থনা করা হয়।


স্থানীয় পর্যায়ে এমন বর্ণাঢ্য আয়োজন পাঠক-শ্রোতা ও শুভানুধ্যায়ীদের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস সৃষ্টি করেছে। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বলেন, আজকের দর্পণের এই ১১ বছরের পথচলা আগামী দিনের নিরপেক্ষ সাংবাদিকতার জন্য অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | তথ্যপ্রযুক্তি
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শাখাওয়াত হোসেন মোল্লা | সংবাদদাতা
শিবচর (মাদারীপুর)
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২.৩৩ পূর্বাহ্ন
আপডেট : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২.৩৩ পূর্বাহ্ন