ঢাকা
খ্রিস্টাব্দ

প্রকৃতি সংরক্ষণ পদক পেলেন চবি অধ্যাপক ড. মো. মনজুরুল কিবরীয়া

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা, মিরসরাই।। | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১০.২৩ অপরাহ্ন

আপডেট : সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১০.২৩ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1207122 জন

  • নিউজটি দেখেছেনঃ 1207122 জন
প্রকৃতি সংরক্ষণ পদক পেলেন চবি অধ্যাপক ড. মো. মনজুরুল কিবরীয়া
ছবি : সংবাদদাতা প্রেরিত।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের প্রফেসর ড. মো: মনজুরুল কিবরীয়া প্রকৃতি সংরক্ষণ পদক লাভ করেছেন। চ্যানেল আইয়ের ‘চেতনা চত্বরে’ তার  হাতে এ পদক তুলে দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুল হামিদ, বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী, সুইডেন দূতাবাসের পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক র্ফাস্ট সেক্রেটারি নায়োকা মারটিনেজ বেকস্ট্রম এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং ইমপ্রেস গ্রুপের ভাইস চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু প্রমুখ।


বাংলাদেশের প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রাপ্ত সম্মাননা নিয়ে চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতারের সাথে প্রফেসর ড. মোঃ মনজুরুল কিবরীয়া সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় চবি মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন ও চবি প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক জনাব মোহামদ শামসিল আরেফিন উপস্থিত ছিলেন।


চবি উপাচার্য বাংলাদেশের প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন-চ্যানেল আই প্রকৃতি সংরক্ষণ পদক-২০২৩ অর্জন করায় ড. মো: মনজুরুল কিবরীয়াকে অভিনন্দন জানান এবং তার গবেষণা কার্যক্রম পরিচালনা অব্যাহত রেখে দেশ-জাতির কল্যাণে কাজ করার আহবান জানান।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা, মিরসরাই।। | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১০.২৩ অপরাহ্ন
আপডেট : সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১০.২৩ অপরাহ্ন