ঢাকা
খ্রিস্টাব্দ

চট্টগ্রাম পূজা পরিষদের সভাপতি ও সম্পাদককে অব্যাহতি

ছবির ক্যাপশন:
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :
নিউজটি দেখেছেনঃ 1717223 জন
  • নিউজটি দেখেছেনঃ 1717223 জন
চট্টগ্রাম পূজা পরিষদের সভাপতি ও সম্পাদককে অব্যাহতি
চট্টগ্রাম নগরের জেএমসেন হল পূজামণ্ডপে ‌ইসলামী ভাবধারার সংগীত পরিবেশন করেছেন শিল্পীরা। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম পূজা উদযাপন পরিষদের সভাপতি লায়ন আশীষ ভট্টাচার্য এবং সাধারণ সম্পাদক হিল্লোল সেনকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ সিদ্ধান্তটি এসেছে পূজামণ্ডপে ইসলামী সংগীত পরিবেশনের ঘটনায়।


বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দপ্তর সম্পাদক শচীন্দ্র নাখ বাড়ৈর যৌথ স্বাক্ষরিত এক বিবৃতিতে শুক্রবার (১১ অক্টোবর) তাদের অব্যাহতির কথা জানানো হয়। 


এর আগে একই ঘটনায় চট্টগ্রাম মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক সজল দত্তকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।


পূজা উদযাপন পরিষদ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, হিন্দু সম্প্রদায় অত্যন্ত ব্যথিত হয়েছে। তারা বিচার বিভাগীয় তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে।


বিবৃতিতে উল্লেখ করা হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনায় ব্যর্থতার কারণে অব্যাহতি ও বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


এদিকে, ওই ঘটনায় পুলিশের পক্ষ থেকে দুই শিল্পীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের তথ্যমতে, সজল দত্তের অনুরোধে শিল্পীরা অনুষ্ঠানে গান পরিবেশন করতে এসেছিলেন।


সিএমপি কমিশনারের সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, সাংস্কৃতিক অনুষ্ঠানে ইসলামিক গজল ও বাউল গান পরিবেশন করা হয়।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট :