ঢাকা
খ্রিস্টাব্দ

যৌথ বাহিনীর অভিযানে ২২ মামলার আসামি আলোচিত সম্রাট গ্রেফতার!

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

ইমরান হোসেন ফাহিম | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
দাউদকান্দি , কুমিল্লা
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১.০৯ পূর্বাহ্ন

আপডেট : বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১.০৯ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 680152 জন

  • নিউজটি দেখেছেনঃ 680152 জন
যৌথ বাহিনীর অভিযানে ২২ মামলার আসামি আলোচিত সম্রাট গ্রেফতার!
ছবি : সংবাদদাতা প্রেরিত।

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার করা হয়েছে একাধিক মামলার আসামি ও কুখ্যাত অপরাধী মামুন সম্রাটকে। মঙ্গলবার (১৩ মে) মধ্যরাতে গৌরীপুরের ভুলিরপাড় এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের একটি চৌকস টিম। অভিযানের সময় সম্রাটের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় তার সহযোগী আব্দুল কাদেরকেও আটক করা হয়। কাদের ভোলা জেলার বাসিন্দা হলেও বর্তমানে গৌরীপুর এলাকায় বসবাস করছিলেন।


আটক মামুন সম্রাট কুমিল্লার তিতাস উপজেলার সোলাকান্দি গ্রামের মৃত মকবুল মেম্বারের ছেলে। যৌথ বাহিনীর সূত্রে জানা গেছে, মামুনের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, মাদক পাচার, অপহরণসহ মোট ২২টি মামলা রয়েছে। তিনি দিনের বেলায় অপহরণ করে মুক্তিপণ আদায়, প্রকাশ্যে মাদক বিক্রি এবং একটি কিশোর গ্যাং পরিচালনার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ উঠেছে। অভিযান শেষে আটক দু'জনকে দাউদকান্দি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


স্থানীয় প্রশাসন জানিয়েছে, দীর্ঘদিন ধরে মামুন সম্রাট এলাকায় আতঙ্কের নাম হয়ে উঠেছিলেন। তার গ্রেফতারে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, অপরাধ দমনে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

ইমরান হোসেন ফাহিম | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
দাউদকান্দি , কুমিল্লা
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১.০৯ পূর্বাহ্ন
আপডেট : বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১.০৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ