ঢাকা
খ্রিস্টাব্দ

দ্বীন কায়েমের প্রচেষ্টা ঐচ্ছিক নয়, মুমিনের ওপর ফরজ

----- জামায়াত আমির
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
শুক্রবার, ২০ জুন ২০২৫, ১১.২৪ অপরাহ্ন

আপডেট : শুক্রবার, ২০ জুন ২০২৫, ১১.২৪ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 514124 জন

  • নিউজটি দেখেছেনঃ 514124 জন
দ্বীন কায়েমের প্রচেষ্টা ঐচ্ছিক নয়, মুমিনের ওপর ফরজ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘দ্বীন কায়েমের প্রচেষ্টা ঐচ্ছিক নয়, বরং প্রত্যেক মুমিনের ওপর ফরজ। ইসলাম শুধু নামাজ, রোজা, হজ ও যাকাতের মধ্যেই সীমাবদ্ধ নয়। ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামের বিধান অনুসরণ করা অপরিহার্য।’


শুক্রবার (২০ জুন) বিকেলে রাজধানীর মিরপুর-১৩ এর ৪ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে মিরপুর, পল্লবী ও কাফরুল জোন জামায়াত আয়োজিত যৌথ রুকন শিক্ষাশিবির ২০২৫-এ প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।



জামায়াত আমির বলেন, দুনিয়ায় শান্তি এবং আখেরাতে মুক্তি লাভের জন্য আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠার মাধ্যমে তার সন্তুষ্টি অর্জন ও জান্নাত হাসিলের লক্ষ্যে সর্বোচ্চ ত্যাগ ও প্রচেষ্টা চালাতে হবে।


ডা. শফিকুর রহমান বলেন, ‘দোলনা থেকে কবর পর্যন্ত প্রতিটি পদক্ষেপে সবাইকে ইসলামী জীবনব্যবস্থা অনুসরণ করতে হবে। ইসলাম একটি পরিপূর্ণ ও শাশ্বত জীবন বিধান—যেখানে মানবজীবনের সব সমস্যার ইনসাফপূর্ণ সমাধান বিদ্যমান। রাসূল (সা.)-এর জীবনদর্শনই হলো সর্বোচ্চ আদর্শ, যার অনুসরণেই রয়েছে ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি।’



তিনি বলেন, ‘প্রত্যেক মুমিনের জীবন উদ্দেশ্যই হওয়া উচিত দ্বীন প্রতিষ্ঠা। এ দায়িত্ব নবি-রাসুলদের মাধ্যমে এসেছে, সাহাবায়ে কেরাম তা পালন করেছেন এবং সেই ধারাবাহিকতায় তা এখন আমাদের ওপর বর্তায়। ইসলামী আন্দোলনের ইতিহাসে জুলুম-নির্যাতন ছিল স্বাভাবিক বাস্তবতা। তাই বাতিলের রক্তচক্ষুকে ভয় না করে দ্বীন বিজয়ের লক্ষ্যে এগিয়ে যেতে হবে।’


তিনি রুকন ও ইসলামী আন্দোলনের সর্বস্তরের নেতাকর্মীদের দেশে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহ্বান জানান।


জামায়াত নেতা মুহাম্মদ মাহফুজুর রহমানের পরিচালনায় রুকন শিক্ষাশিবির বিষয়ের ওপর আলোচনা করেন সদ্য কারামুক্ত সদ্য কারামুক্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ডা. ফখরুদ্দীন মানিক, ইয়াছিন আরাফাত ও মহানগরীর কর্মপরিষদ সদস্য মুফতি ড. মাওলানা আবুল কালাম আজাদ বাশার।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | রাজনীতি
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
শুক্রবার, ২০ জুন ২০২৫, ১১.২৪ অপরাহ্ন
আপডেট : শুক্রবার, ২০ জুন ২০২৫, ১১.২৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ