ঢাকা
খ্রিস্টাব্দ

পিরোজপুরে ২,৩৭৪ পিস ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

জালিস মাহমুদ | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
পিরোজপুর
বুধবার, ০৪ জুন ২০২৫, ১২.০২ পূর্বাহ্ন

আপডেট : বুধবার, ০৪ জুন ২০২৫, ১২.০২ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 587020 জন

  • নিউজটি দেখেছেনঃ 587020 জন
পিরোজপুরে ২,৩৭৪ পিস ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ছবি : সংবাদদাতা প্রেরিত।

পিরোজপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত  মো.শাহিন হাওলাদার (৩৬), পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা  নদমুলা শিয়ালকাঠি ইউনিয়নের আফজাল হোসেন হাওলাদারের ছেলে।


সোমবার (২ জুন) রাত ৮টা ৩০ মিনিটে পিরোজপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের হোরের হাওলা এলাকায় তাহফিজুল কোরআন মাদ্রাসার সামনের পাকা রাস্তার উপর থেকে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। অভিযানে তার কাছ থেকে ২,৩৭৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।


এ বিষয়ে মঙ্গলবার (৩ জুন) দুপুর ১২টায় পিরোজপুর জেলার পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত তথ্য জানান।

পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ৯ লাখ ৪৯ হাজার ৬০০ টাকা। শাহিন হাওলাদারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের বলেন, “শাহিন হাওলাদার নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

জালিস মাহমুদ | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
পিরোজপুর
বুধবার, ০৪ জুন ২০২৫, ১২.০২ পূর্বাহ্ন
আপডেট : বুধবার, ০৪ জুন ২০২৫, ১২.০২ পূর্বাহ্ন