ঢাকা
খ্রিস্টাব্দ

সহাবস্থান ও সম্প্রীতিই আমাদের জাতির গৌরবময় ঐতিহ্য: তারেক রহমান

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
সোমবার, ১২ মে ২০২৫, ১২.৪৮ পূর্বাহ্ন

আপডেট : সোমবার, ১২ মে ২০২৫, ১২.৪৮ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 704402 জন

  • নিউজটি দেখেছেনঃ 704402 জন
সহাবস্থান ও সম্প্রীতিই আমাদের জাতির গৌরবময় ঐতিহ্য: তারেক রহমান

বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনই এদেশের সকল বর্ণ, ধর্মীয় সম্প্রদায় ও নৃগোষ্ঠীকে এক নিবিড় বন্ধনে আবদ্ধ করেছে। সহাবস্থান ও সম্প্রীতি এ জাতির এক সুমহান ঐতিহ্য। আমরা ধর্ম-বর্ণ নির্বিশেষে এক অভিন্ন জাতি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।


বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে তারেক রহমান তার ভেরিফাইড ফেসবুকে রোববার (১১ মে) এক বাণীতে এসব কথা বলেন। তিনি বলেন, বৌদ্ধ পূর্ণিমা বা বৈশাখি পূর্ণিমা হলো বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্রতম উৎসব। এই পূণ্যোৎসব বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে উদযাপিত হয়। বৈশাখি পূর্ণিমায় জন্মগ্রহণ করেন মহামানব গৌতম বুদ্ধ।


বৈশাখ মাসের এই পূর্ণিমাতেই মহামানব বুদ্ধের জীবনে তিনটি গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছিল বলেই এটি বৌদ্ধ পূর্ণিমা নামে খ্যাত। বৌদ্ধ পূর্ণিমাতেই তাঁর জন্ম, বুদ্ধত্ব ও মহাপরিনির্বাণ লাভ করেন। অহমের মাত্রাকে অতিক্রম করে তিনি অসীম জ্ঞান লাভ করেন। তারেক রহমান বলেন, আমি আজ এই শুভ দিনে বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের সকলকে জানাচ্ছি শুভ বুদ্ধ পূর্ণিমার মৈত্রীময় শুভেচ্ছা এবং উষ্ণ অভিনন্দন। সাথে সাথে আমি বিশ্ব বৌদ্ধ সম্প্রদায়কেও জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তিনি বলেন, মহামানবদের বাণী কালের সীমা অতিক্রম করে বিভ্রান্ত মানুষকে সত্যের পথ দেখায়, কল্যাণের পথে যেতে প্রেরণা যোগায়।


শোক, সংকট ও ভ্রান্তির আবর্তকে অতিক্রম করে সত্য ও মানব অধিকারের পথে মানুষকে আহবান করে। মহামানব বুদ্ধ ছিলেন অহিংস, ন্যায় ও সাম্যনীতির এক চিরকালীন কণ্ঠস্বর। তার অনুশাসনও ছিল আত্মজয় ও আত্মপ্রতিষ্ঠার পক্ষে। তার সমবেদনা আলোকিত শিক্ষার প্রতিফলন। তিনি বুদ্ধত্ব লাভ করে মানুষকে মানুষ এবং প্রাণীকে প্রাণী রূপেই জানতেন এবং সব প্রাণসত্তার মধ্যেই যে কষ্টবোধ আছে তা তিনি মর্মে মর্মে উপলব্ধি করতেন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | রাজনীতি
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
সোমবার, ১২ মে ২০২৫, ১২.৪৮ পূর্বাহ্ন
আপডেট : সোমবার, ১২ মে ২০২৫, ১২.৪৮ পূর্বাহ্ন