ঢাকা
খ্রিস্টাব্দ

ভারত-পাকিস্তান উত্তেজনায় ঢাকার শেয়ারবাজারে বড় পতন

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২.১৬ পূর্বাহ্ন

আপডেট : বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২.১৬ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 732536 জন

  • নিউজটি দেখেছেনঃ 732536 জন
ভারত-পাকিস্তান উত্তেজনায় ঢাকার শেয়ারবাজারে বড় পতন

ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনার জেরে বাংলাদেশের শেয়ারবাজারে দেখা দিয়েছে তীব্র অস্থিরতা। বুধবার (৭ মে) লেনদেনের শুরুতেই ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বড় ধরনের পতনের মুখে পড়ে। মাত্র ১০ মিনিটের মধ্যেই প্রধান সূচক ডিএসইএক্স ৭০ পয়েন্টের বেশি হারায়।



ডিএসই সূত্রে জানা গেছে, বাজার খোলার পর প্রথম পাঁচ মিনিটেই সূচক পড়ে যায় ৫০ পয়েন্টের বেশি। এরপর ১০ মিনিটের মধ্যেই ডিএসইএক্স সূচক কমে ৭০.৯৭ পয়েন্ট বা ১.৪৩ শতাংশ। পাশাপাশি ডিএসইএস সূচক নেমে যায় ১৭.৫৮ পয়েন্ট বা ১.৬১ শতাংশ, আর ডিএস ৩০ সূচক কমে ২০.৯১ পয়েন্ট বা ১.১৪ শতাংশ।



লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে এনআরবি ব্যাংক এবং বিচ হ্যাচারি লিমিটেড। তবে সামগ্রিকভাবে বাজারের পরিস্থিতি ছিল অত্যন্ত হতাশাজনক। লেনদেনের শুরুতে মাত্র ৯টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, বিপরীতে দর কমেছে ৩৩৪টির। অপরিবর্তিত রয়েছে ১৪টি কোম্পানির শেয়ারদর।


পুঁজিবাজার বিশ্লেষকদের মতে, ভারত-পাকিস্তান যুদ্ধের সম্ভাবনা বিনিয়োগকারীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। এতে তারা বিনিয়োগ থেকে সরে এসে নিরাপদ আশ্রয়ের সন্ধানে থাকছেন, যার ফলেই বাজারে এই তাৎক্ষণিক ধস দেখা দিয়েছে।



বিশেষজ্ঞরা মনে করছেন, আঞ্চলিক নিরাপত্তাজনিত অনিশ্চয়তা বিনিয়োগকারীদের আস্থায় চিড় ধরায় পুঁজিবাজারে নেতিবাচক প্রভাব পড়েছে। তারা বিনিয়োগকারীদের উদ্দেশ্যে ধৈর্য ও সচেতনতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাজারে অস্থিরতা অব্যাহত থাকতে পারে বলেও সতর্ক করেছেন তারা।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২.১৬ পূর্বাহ্ন
আপডেট : বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২.১৬ পূর্বাহ্ন