ঢাকা
খ্রিস্টাব্দ

লেবানন থেকে সিরিয়ায় প্রবেশ করছে হাজার হাজার লোক

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

👮অনলাইন ডেস্ক ।
নিউজটি দেখেছেনঃ 1707654 জন
  • নিউজটি দেখেছেনঃ 1707654 জন
লেবানন থেকে সিরিয়ায় প্রবেশ করছে হাজার হাজার লোক
সংগৃহীত ছবি।

লেবানন থেকে সিরিয়ায় প্রবেশকারী লোকের সংখ্যা দ্রুত বাড়ছে। গত ২৪ ঘণ্টায় প্রায় ৭,০০০ মানুষ সিরিয়ায় প্রবেশ করেছে, যা রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি বিভাগ শনিবার (১২ অক্টোবর) জানিয়েছে।


রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য-

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপ-প্রধান ওলেগ ইগানসিয়ুক জানান, আল-আরিদা, আল-জাওয়াশিয়ে, আল-দাবুশিয়ে, জিসার কামার ও জায়দার ইয়াবুশ চেকপয়েন্টের মাধ্যমে মোট ৬,৮৮৬ জন লেবানন থেকে সিরিয়ায় প্রবেশ করেছে।


মানবিক পরিস্থিতি গুরুতর-

মস্কো থেকে প্রকাশিত তাস বার্তা সংস্থা জানায়, সিরীয় কর্তৃপক্ষ ও রুশ পুনর্মিলন কেন্দ্রের সহযোগিতায় আল-তানফ এলাকার রুকবান সীমান্তে ১০ জন শরণার্থীকে সীমান্ত অতিক্রম করতে সহায়তা করা হয়েছে। এ অঞ্চলে মানবিক পরিস্থিতি মারাত্মক পর্যায়ে পৌঁছেছে, যা দ্রুত পদক্ষেপের দাবি করছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

👮অনলাইন ডেস্ক ।

আপডেট :