ঢাকা
খ্রিস্টাব্দ

ট্রাম্পের ‘চমৎকার’ কর প্রস্তাবে বিরোধিতা, আটকে দিলেন ৫ রিপাবলিকান

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
আর্ন্তজাতিক ডেস্ক
রবিবার, ১৮ মে ২০২৫, ১.৪৫ পূর্বাহ্ন

আপডেট : রবিবার, ১৮ মে ২০২৫, ১.৪৫ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 646855 জন

  • নিউজটি দেখেছেনঃ 646855 জন
ট্রাম্পের ‘চমৎকার’ কর প্রস্তাবে বিরোধিতা, আটকে দিলেন ৫ রিপাবলিকান

মার্কিন কংগ্রেসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি অর্থবিল প্রাথমিক পর্যায়ে আটকে দিয়েছেন দলেরই কয়েকজন আইনপ্রণেতা। তবে ট্রাম্প নিজেই একে ‘বিশাল, সুন্দর বিল’ হিসেবে প্রচার করে আসছিলেন। আরো ব্যয় কমানোর দাবি করে বিলটির বিরুদ্ধে ডেমোক্র্যাটদের সঙ্গে যোগ দিয়ে এর বিরুদ্ধে ভোট দিয়েছেন রিপাবলিকান পাঁচজন। এতে করে ট্রাম্পের বাজেট কাটছাঁট করার যে অ্যাজেন্ডা তা প্রাথমিকভাবে বড় ধাক্কা খেল। যদিও ট্রাম্প অনেকবারই আইনপ্রণেতাদের এ বিলটি পাসের জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছিলেন। তবে বিলটি পাস হওয়ার সম্ভাবনা একেবারে শেষ হয়ে যায়নি।


এবার প্রাথমিক পর্যায়ে এর ব্যর্থতা এ বছরে ট্রাম্প প্রশাসনের জন্য প্রথম বড় আঘাত। তবে যে পাঁচজন রিপাবলিকান এর বিরুদ্ধে ভোট দিয়েছেন তারা বলছেন, হাউস স্পিকার মাইক জনসন মেডিকএইড কর্মসূচিতে আরো ব্যয় কমানোতে রাজি না হলে তারা এ বিলের বিরোধিতা অব্যাহত রাখবেন। মেডিকএইড নিম্ন আয়ের আমেরিকানদের জন্য নেওয়া একটি কর্মসূচি।


প্রস্তাবিত বিলে করছাড় কিছুটা সম্প্রসারণ করার কথা বলা হয়েছে। এটি ট্রাম্পের প্রথম মেয়াদের সময়ও বাস্তবায়ন করা হয়েছিল।


ট্রাম্প বিলে বকশিশের ওপর কর না থাকার বিষয়টি অন্তর্ভুক্ত করার কথা বললেও কিছু সমালোচক বলছেন যে এই বিল ধনীদেরই সুবিধা দেবে। ডেমোক্র্যাটরা পুরোপুরিভাবেই বিলটির বিপক্ষে অবস্থান নিয়েছেন। তারা স্বাস্থ্যসেবার কর্মসূচিগুলোতে খরচ কমানোর বিষয়টি বিবেচনার দাবি করেছেন। বিশেষ করে তারা কম খরচে স্বাস্থ্যসেবা সুবিধায় কাটছাঁটের বিরোধী, যে প্রকল্পে লাখ লাখ আমেরিকান ভর্তুকি মূ্ল্েয স্বাস্থ্যসেবা পেয়ে থাকেন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারা বিশ্ব
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
আর্ন্তজাতিক ডেস্ক
রবিবার, ১৮ মে ২০২৫, ১.৪৫ পূর্বাহ্ন
আপডেট : রবিবার, ১৮ মে ২০২৫, ১.৪৫ পূর্বাহ্ন