বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের ১৫ সদস্যের বোর্ডে জায়গা পেয়েছেন সংগীতশিল্পী কনকচাঁপা, নাট্যব্যক্তিত্ব ও শিক্ষক সামিনা লুৎফা, নির্মাতা আশফাক নিপুন ও অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ।
রোববার (১৫ সেপ্টেম্বর) শিল্পী কল্যাণ ট্রাস্টি বোর্ড পুনর্গঠন করে প্রজ্ঞাপন জারি করে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। আগামী তিন বছর এই বোর্ড দায়িত্ব পালন করবে।
১৫ সদস্যের নতুন এই বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন সংস্কৃতি উপদেষ্টা। ভাইস চেয়ারম্যান করা হয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিবকে। সদস্য হিসেবে আছেন বাংলা একাডেমির মহাপরিচালক, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক, অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, কলামিস্ট ও সংগঠক নাহিদ হাসান নলেজ, নির্মাতা আশফাক নিপুন, অভিনয়শিল্পী কাজী নওশাবা আহমেদ, অধ্যাপক তুহিন ওয়াদুদ, নাট্যব্যক্তিত্ব ও শিক্ষক সামিনা লুৎফা, কবি ইমতিয়াজ মাহমুদ, সংগীতশিল্পী কনকচাঁপা, কবি সাইয়েদ জামিল ও শিল্পী কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক।
বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন, ২০০১-এর আওতায় ২০২২ সালে যাত্রা শুরু করে ‘বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট’। আইনের ৭ নম্বর ধারায় ট্রাস্টের কার্যাবলির উল্লেখ আছে। যথাক্রমে ট্রাস্টের কার্যাবলি হলো অসচ্ছল শিল্পীদের কল্যাণসাধন, শিল্পীদের কল্যাণার্থে প্রকল্প অনুমোদন ও বাস্তবায়ন, পেশাগত কাজ করতে অক্ষম-অসমর্থ শিল্পীকে আর্থিক সাহায্য, অসুস্থ শিল্পীর চিকিৎসার ব্যবস্থা বা আর্থিক সাহায্য, শিল্পকর্মে বিশেষ অবদানের জন্য বৃত্তির ব্যবস্থা, শিল্পীদের মেধাবী ছেলেমেয়েদের শিক্ষার জন্য এককালীন মঞ্জুরি, বৃত্তি বা স্টাইপেন্ড প্রদান, দুর্ঘটনায় কোনো শিল্পীর মৃত্যু হলে পরিবারকে সাহায্য, উল্লিখিত কাজ সম্পাদনের জন্য যেকোনো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং আইনের উদ্দেশ্য পূরণে অন্য যেকোনো কাজ করা।