মাদারীপুর জেলার শিবচর উপজেলার কুতুবপুর বাজারে ফার্নিচারের দোকানে গলায় ফাঁস দিয়ে মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।
রবিবার (১১মে-২০২৫) সকাল ৯ টার দিকে শিবচরের কুতুবপুর বাজারে ফার্নিচারের দোকানে ইমন মোড়ল (১৭) নামের এক কিশোরের গলায় রশি পেঁচিয়ে ফাঁস দেওয়া অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে। ইমন মোড়ল শিবচরের কুতুবপুর ইউনিয়নের ছিটু খাঁর কান্দি ইদ্রিস মোড়লের ছেলে। সে কুতুবপুর একটি ফার্নিচারের দোকানে কাজ করতো।
পারিবারিক এবং স্থানীয় সূত্রে জানা যায়,তার বাবা মায়ের সাথে আর্থিক অনটনের কারণে মাঝে মাঝেই ঝগড়া লাগতো । পিতা মাতার সাথে অভিমান করে সে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে এমনটা মনে করেন এলাকাবাসী।
মৃত্যুর সংবাদ পেয়ে স্থানীয় মেম্বার বাবুল মোল্লা ঘটনাস্থলে আসেন। তিনি বলেন,ইমন খুব নম্র ও ভদ্র স্বভাবের। সে ফার্নিচারের দোকানে কাজ করতো। আমাকে নানা বলে ডাকতো।
এ ব্যাপারে খবর পেয়ে শিবচর থানার উপ-পরিদর্শক (এস আই) নজরুল ইসলাম তাঁর টিমসহ ঘটনাস্থল পরিদর্শন করেন। লাশটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যান। তিনি বলেন,লাশটি ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।