ঢাকা
খ্রিস্টাব্দ

আজ নাট্য নির্মাতাদের নির্বাচন , ভোট যুদ্ধে সেলিম-লাভলু

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১১.১১ পূর্বাহ্ন

আপডেট : শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1011736 জন

  • নিউজটি দেখেছেনঃ 1011736 জন
আজ নাট্য নির্মাতাদের নির্বাচন , ভোট যুদ্ধে সেলিম-লাভলু
সালাহউদ্দিন লাভলু ও শহীদুজ্জামান সেলিম

টেলিভিশন নাট্যপরিচালকদের বড় সংগঠন ডিরেক্টরস গিল্ডের নির্বাচন আজ। নাট্য পরিচালকদের এ সংগঠনটির ২০২৫-২৭ মেয়াদের এবারের নির্বাচনে অংশ নিচ্ছে দুটি প্যানেল। একটি প্যানেলে সভাপতি প্রার্থী অভিনেতা ও নাট্য পরিচালক শহীদুজ্জামান সেলিম এবং অন্য প্যানেলে সভাপতি প্রার্থী অভিনেতা ও পরিচালক সালাহউদ্দিন লাভলু।

 

জানা গেছে, বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।


মাঝে থাকবে এক ঘণ্টার বিরতি। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৫০১। এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন নাট্যব্যক্তিত্ব নরেশ ভূঁইয়া। তাঁর সঙ্গে নাট্যকার মাসুম রেজা ও চলচ্চিত্র নির্মাতা আবদুস সামাদ খোকন দায়িত্ব পালন করবেন।

অভিনেতা ও নির্মাতা শহীদুজ্জামান সেলিম বলেন, ‘সবসময় নির্মাতাদের ভালোবাসা, সমর্থন পেয়ে আসছি। আশা করছি, এবারও ভোটারদের সমর্থন পেয়ে সভাপতি পদে বিজয়ী হব। প্রতিশ্রুতির ফুলঝুরি নয়, নির্বাচিত হলে নির্মাতাদের স্বার্থ সংরক্ষণে দায়িত্ব সুচারুরূপে পালন করার ইচ্ছা রয়েছে।’


 অভিনেতা ও নির্মাতা সালাহউদ্দিন লাভলু বলেন, ‘এবারের নির্বাচন সবচেয়ে উৎসবমুখর হবে।


সর্বাধিকসংখ্যক সাধারণ ভোটার ভোট প্রদান করবেন। ভোটার সংখ্যা ৫০১ জন। আমরা চাই সব ভোটারই এবার উপস্থিত থাকুক। তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করুক। সাধারণত মিডিয়াসংশ্লিষ্ট নির্বাচনগুলো খুবই উৎসবমুখর হয়।

এবারও সে রকমই হবে আশা করছি। বাকিটা দেখা যাক কী হয়।’

নির্বাচন নিয়ে সাধারণ নির্মাতাদের আগ্রহ অনেক। নির্মাতা জুয়েল মাহমুদ বলেন, ‘আমাদের শিল্প, সংস্কৃতিকে বোঝেন এমন একজন মানুষকে চাই। আশা করছি, ভোটাররা তাদের যোগ্য প্রার্থীকে বেছে নেবেন।’ নির্মাতা কায়সার আহমেদও একই আশা ব্যক্ত করেছেন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | বিনোদন
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১১.১১ পূর্বাহ্ন
আপডেট : শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১১.১১ পূর্বাহ্ন