ঢাকা
খ্রিস্টাব্দ

অর্থনীতির সার্বিক অগ্রগতি ও অর্জন সন্তোষজনক : অর্থ উপদেষ্টা

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১০.২৬ অপরাহ্ন

আপডেট : রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১০.২৬ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 871910 জন

  • নিউজটি দেখেছেনঃ 871910 জন
অর্থনীতির সার্বিক অগ্রগতি ও অর্জন সন্তোষজনক : অর্থ উপদেষ্টা
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ছবি : সংগৃহীত

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশের অর্থনীতির সার্বিক অগ্রগতি ও অর্জন সন্তোষজনক। বাংলাদেশ ৫৩ বছরেরও বেশি সময় ধরে সংগ্রাম করেছে এবং আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করেছি। কিন্তু নানা চ্যালেঞ্জ সত্ত্বেও আমরা অনেক উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছি, যেগুলোকে মাইলফলক বলা উচিত। শনিবার নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ‘এমপাওয়ারিং বাংলাদেশ : পাথওয়েজ টু লিডারশিপ, ইউনিটি অ্যান্ড গ্রোথ’ শীর্ষক এক অনলাইন অনুষ্ঠানে বক্তৃতাকালে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, ‘আমরা ইতোমধ্যে নিম্ন-মধ্যম আয়ের দেশের মর্যাদা থেকে উত্তরণ করেছি এবং বর্তমানে স্বল্পোন্নত দেশের মর্যাদা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের পথে রয়েছি।’


তিনি বলেন, বাংলাদেশের অগ্রগতি সম্ভব হয়েছে ধারাবাহিক সরকার এবং জনগণের প্রচেষ্টার কারণে।


উপদেষ্টা বলেন, ‘ক্ষমতা গ্রহণের পরপরই আমরা কিছু প্রশাসনিক বিশৃঙ্খলা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে চ্যালেঞ্জের সম্মুখীন হই। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা কাজ করে যাচ্ছি।’ বহুল আলোচিত সংস্কার পদক্ষেপ সম্পর্কে অর্থ উপদেষ্টা বলেন, অল্প সময়ের মধ্যে সব কিছুর সংস্কার করা সম্ভব হবে না। দীর্ঘমেয়াদে আইনি সংস্কার ও অন্যান্য কাজ রাজনৈতিক সরকারই করবে বলে তিনি উল্লেখ করেন। দেশের তরুণদের বিপুল সম্ভাবনার কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, বাস্তবে তাদের সম্ভাবনা বিশাল। আমরা যদি তাদের প্রযুক্তি, দক্ষতা, শিক্ষা ও আধুনিক কৌশল বিষয়ে জ্ঞান দিতে পারি, তবে এটি অবশ্যই বাংলাদেশের জন্য সুফল বয়ে আনবে। 


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১০.২৬ অপরাহ্ন
আপডেট : রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১০.২৬ অপরাহ্ন