ঢাকা
খ্রিস্টাব্দ

মিরসরাইয়ে অর্থ দন্ডে দন্ডিত হলেন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী চম্পা

নির্বাচন আচরণবিধি লঙ্ঘন
দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1901512 জন

  • নিউজটি দেখেছেনঃ 1901512 জন
মিরসরাইয়ে অর্থ দন্ডে দন্ডিত হলেন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী চম্পা
আচরণ বিধি লঙ্ঘনে অভিযুক্ত প্রার্থী বিবি কুলসুমা চম্পা।

নিজস্ব সংবাদদাতা, মিরসরাই ::

চট্টগ্রামের মিরসরাইয়ে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে আচরণবিধি লঙ্ঘনের দায়ে এক মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। তার নাম বিবি কুলসুমা চম্পা, তার প্রতীক পদ্মফুল। মঙ্গলবার (৩০ এপ্রিল) মিরসরাই উপজেলা পরিষদ মিলনায়তনে তাকে দন্ডিত করা হয়। জানা যায়, পদ্মফুল প্রতীকের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক আইন-শৃঙ্খলা সভা চলাকালীন দুপুর ২:০০ ঘটিকার সময় সেখানে ঢুকে লিফলেট বিতরণ শুরু করেন। এটি নির্বাচনী আচরণবিধি ২০১৬ এর ৬(খ) ধারা সুস্পষ্ট লঙ্গন এবং এই বিধিমালার ৩২ বিধি অনুযায়ী দন্ডনীয় অপরাধ হওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে জরিমানা করেন মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী।


এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী জানান, নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করে উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক আইন-শৃঙ্খলা সভা চলাকালীন বিবি কুলসুমা চম্পা নামের পদ্মফুল প্রতীকের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী তার নির্বাচনী লিফলেট বিতরণ করছিলেন। আচরণ বিধি লঙ্গনের অভিযোগে পদ্মফুল প্রতীকের এই প্রার্থীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অর্থ দন্ডের পাশাপাশি ভবিষ্যতের জন্য সতর্ক করা হয় হয় বলেও জানান তিনি।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ