ঢাকা
খ্রিস্টাব্দ

ইরান আরেকটি ‘ট্রু প্রমিজ’ অভিযান চালাতে প্রস্তুত ইসরায়েলে

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
আর্ন্তজাতিক ডেস্ক
মঙ্গলবার, ২৭ মে ২০২৫, ২.২৮ পূর্বাহ্ন

আপডেট : মঙ্গলবার, ২৭ মে ২০২৫, ২.৩২ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 618599 জন

  • নিউজটি দেখেছেনঃ 618599 জন
ইরান আরেকটি ‘ট্রু প্রমিজ’ অভিযান চালাতে প্রস্তুত ইসরায়েলে
ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়ক মেজর জেনারেল আবদুর রহিম মুসাভি। ছবি: সংগৃহীত

ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়ক মেজর জেনারেল আবদুর রহিম মুসাভি বলেছেন, ইহুদিবাদী সরকারের যে কোনো বোকামিপূর্ণ কর্মকাণ্ডের ক্ষেত্রে পূর্ববর্তী ‘ট্রু প্রমিজ’ অভিযানের মতো ইসরায়েলের ওপর হামলা চালানোর জন্য ইরান সম্পূর্ণরূপে প্রস্তুত।


সোমবার (২৬ মে) এক অনুষ্ঠানের ফাঁকে সংবাদ সম্মেলনে মুসাভি ইসরায়েলি কর্মকর্তাদের বক্তব্যের জবাব দেন। তিনি জোর দিয়ে বলেন, ইসরায়েল এতটাই দুর্বল যে, তারা ইরানের মহত্ত্বের ক্ষতি করতে সক্ষম নয়। ইসলামী প্রজাতন্ত্রের শক্তি ইসরায়েল এবং তার সমর্থকদের জন্য গুরুতর চ্যালেঞ্জ তৈরি করতে পারে।


তিনি বলেন, এমনকি তাদের (নেতানিয়াহু সরকারের) নিজস্ব কর্মকর্তারাও বোঝেন যে, তারা এই ধরনের চ্যালেঞ্জ সহ্য করতে পারবেন না। কিন্তু যেহেতু বর্তমান শাসকরা বোকা, শিশু-হত্যাকারী, তাই যে কোনো ভুলই সম্ভব। যদি তারা আরেকটি 'ট্রু প্রমিজ' পেতে তাড়াহুড়ো করে, তাহলে আমরা যথাযথ আঘাত দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত।


গত বছর ইরান 'ট্রু প্রমিজ' নামে ইসরায়েলে অভিযান চালায়। ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়ায় মিসাইলের বৃষ্টির মাধ্যমে ইরান তার সামরিক শক্তি প্রদর্শন করে। শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে ইরানের পরিচালিত এই অভিযান স্পর্শকাতর ইসরায়েলি সামরিক ও গোয়েন্দা লক্ষ্যবস্তুতে নির্ভুলতার সাথে আঘাত করার ক্ষমতাকে ফুটিয়ে তোলে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারা বিশ্ব
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
আর্ন্তজাতিক ডেস্ক
মঙ্গলবার, ২৭ মে ২০২৫, ২.২৮ পূর্বাহ্ন
আপডেট : মঙ্গলবার, ২৭ মে ২০২৫, ২.৩২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ