চট্টগ্রামের বোয়ালখালী রেলস্টেশনের পূর্ব পাশে রেলওয়ের শুকনো তুলা গাছ কাটতে গিয়ে আহত হয়েছেন স্থানীয় পথচারী আবুল কালাম। সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঝুঁকিপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে থাকা গাছটি অপসারণে রেলওয়ে কর্তৃপক্ষ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর উদ্যোগ নেয়। তবে নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই গাছ কাটার সময় হঠাৎ একটি ডাল ভেঙে পড়ে আবুল কালামের কোমরে লাগে। এতে তিনি আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন।
আহত আবুল কালাম বলেন, “ডাল কাটার সময় হঠাৎ ভেঙে পড়ে আমার কোমরে লাগে। এতে প্রচণ্ড ব্যথা পেয়েছি।”
স্থানীয়দের অভিযোগ, নিরাপত্তা ব্যবস্থা ছাড়া গাছ কাটার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।
এ বিষয়ে গোমদন্ডী স্টেশনের স্টেশন মাস্টার কাঞ্চন ভট্টাচার্য বলেন, “উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাকে বিষয়টি জানিয়েছিলেন এবং নিরাপদে গাছ কাটার নির্দেশ দেন। কিন্তু তারা কেন নিরাপত্তাহীনভাবে কেটেছে তা আমার জানা নেই। আহত হওয়ার ঘটনাটিও আমি জানতাম না।”