ঢাকা
খ্রিস্টাব্দ

নিখোঁজের ১২ দিন পর ভ্যানচালকের মরদেহ উদ্ধার গ্রেফতার এক

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শাখাওয়াত হোসেন মোল্লা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
শিবচর, মাদারীপুর
মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫, ১১.২৮ অপরাহ্ন

আপডেট : মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫, ১১.২৮ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 290961 জন

  • নিউজটি দেখেছেনঃ 290961 জন
নিখোঁজের ১২ দিন পর ভ্যানচালকের মরদেহ উদ্ধার গ্রেফতার এক
ছবি : সংবাদদাতা প্রেরিত।

মাদারীপুরের শিবচর উপজেলার মাদবরেরচর ইউনিয়নের বাখরেরকান্দি এলাকা থেকে ১২ দিন পর মাটির চাপা অবস্থায় ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।


গতকাল সোমবার (১১ আগস্ট) সকালে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির নাম মিজান শেখ (৪৫) ।


 শিবচর উপজেলার পাঁচ্চর ইউনিয়নের পশ্চিম বালাকান্দি এলাকার বাসিন্দা এবং মৃত্যু আজিজ শেখের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩১শে জুলাই মিজান শেখ ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। 


পরদিন তার স্ত্রী রহিমা বেগম শিবচর থানায় একটি সাধারন ডায়েরি (জিডি) করেন। 


পরে পুলিশ মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে কুষ্টিয়ার কুমারখালী এলাকা থেকে নুরুল আমিন শামীম (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করে। 


তিনি শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকার বাসিন্দা এবং হাসেম শেখের ছেলে। গ্রেফতার শামীমের স্বীকারোক্তি অনুযায়ী খলিলুর রহমান নান্টুর বাড়ির ভেতর মাটিচাপা দেওয়া অবস্থায় মিজানের মরদেহ উদ্ধার করা হয়। 


শিবচর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিন বলেন, 'ভ্যান' ছিনতাইয়ের উদ্দেশ্যেই এ হত্যাকান্ড সংগঠিত হয়েছে বলে প্রাথমিক জানা গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াদিন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শাখাওয়াত হোসেন মোল্লা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
শিবচর, মাদারীপুর
মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫, ১১.২৮ অপরাহ্ন
আপডেট : মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫, ১১.২৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ