ঢাকা
খ্রিস্টাব্দ

লক্ষ্মীপুরে মাদ্রাসাশিক্ষকের অমানবিক বেত্রাঘাতে শিশুশিক্ষার্থী আহত, তদন্তে পুলিশ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

বিভাগীয় সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
শুক্রবার, ১৬ মে ২০২৫, ১.৩৬ পূর্বাহ্ন

আপডেট : শুক্রবার, ১৬ মে ২০২৫, ১.৩৬ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 664990 জন

  • নিউজটি দেখেছেনঃ 664990 জন
লক্ষ্মীপুরে মাদ্রাসাশিক্ষকের  অমানবিক বেত্রাঘাতে শিশুশিক্ষার্থী আহত, তদন্তে পুলিশ
-লক্ষ্মীপুর সদর উপজেলার একটি হেফজ মাদ্রাসায় আট বছরের এক শিশুশিক্ষার্থীকে বেত্রাঘাত।


লক্ষ্মীপুর সদর উপজেলার একটি হেফজ মাদ্রাসায় আট বছরের এক শিশুশিক্ষার্থীকে বেত দিয়ে পেটানোর একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। মাত্র ৩৫ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, শিক্ষক চেয়ার থেকে এক পা তুলে দাঁড়িয়ে বারবার শিশুটিকে আঘাত করছেন। গুনে দেখা গেছে, ভিডিওর প্রথম ২৩ সেকেন্ডেই অন্তত ২১ বার বেত্রাঘাত করেছেন তিনি।


পিটুনির মাঝেই শিশুটিকে কান ধরে ওঠবস করানো হয়, কিন্তু তাতেও থামেননি শিক্ষক। অমানবিক এই আচরণ সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভের জন্ম দিয়েছে। অনেকেই ঘটনার ন্যায়বিচার দাবি করছেন।


জানা গেছে, ঘটনাটি ঘটেছে গত সোমবার। শিশুটি স্থানীয় একটি মাদ্রাসার হেফজ বিভাগে পড়ে। লেখাপড়ায় মনোযোগী না হওয়ায় শিক্ষক এমন নির্যাতন চালান বলে স্থানীয়রা জানান।


ভিডিও ছড়িয়ে পড়ার পর অভিযুক্ত শিক্ষক আত্মগোপনে রয়েছেন, তাঁর মোবাইল ফোনও বন্ধ। মাদ্রাসার প্রধানের সাথেও যোগাযোগ করা সম্ভব হয়নি।


লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ গণমাধ্যমকে বলেন, “ভিডিওটি আমরা দেখেছি। বিষয়টি খুবই অমানবিক। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, তদন্ত চলছে। অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”


উল্লেখ্য, এর আগে জেলার আরেকটি মাদ্রাসায় সাত বছরের এক শিশুর মৃত্যুর ঘটনায় শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। সাম্প্রতিক এই ঘটনাগুলো মাদ্রাসায় শিশুদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।


এ ব্যাপারে প্রশাসনের পাশাপাশি অভিভাবকরাও দ্রুত এবং কঠোর পদক্ষেপ চাচ্ছেন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

বিভাগীয় সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
শুক্রবার, ১৬ মে ২০২৫, ১.৩৬ পূর্বাহ্ন
আপডেট : শুক্রবার, ১৬ মে ২০২৫, ১.৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ