ঢাকা
খ্রিস্টাব্দ

তিন দশক ধরে ‘নোংরা কাজ’ করেছি যুক্তরাষ্ট্রের জন্য

---- পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ১.৪১ পূর্বাহ্ন

আপডেট : রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ১.৪১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 790372 জন

  • নিউজটি দেখেছেনঃ 790372 জন
তিন দশক ধরে ‘নোংরা কাজ’ করেছি  যুক্তরাষ্ট্রের জন্য
ছবি : সংগৃহীত

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ স্বীকার করেছেন, পাকিস্তান তিন দশক ধরে কিছু ‘সশস্ত্র গোষ্ঠীকে সহায়তা ও অর্থায়ন’ করে আসছে।


ভারতের সংবাদমাধ্যম ডব্লিউআইওনিউজ (wionews))-এর প্রতিবেদন অনুসারে, ব্রিটিশ নিউজ চ্যানেল স্কাই নিউজকে আসিফ বলেন, ‘আমরা প্রায় তিন দশক ধরে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলোর জন্য, যার মধ্যে ব্রিটেনও অন্তর্ভুক্ত, এই নোংরা কাজটি করে আসছি। এটি একটি ভুল ছিল এবং আমরা এর জন্য ভুগছি।’ ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজের উপস্থাপক ইয়ালদা হাকিম প্রশ্ন করেন, ‘সশস্ত্র সংগঠনগুলোকে তো অর্থ ও প্রশিক্ষণ দেওয়ার দীর্ঘ ইতিহাস রয়েছে পাকিস্তানের?’ এ প্রশ্নের জবাবে আসিফ ওই মন্তব্য করেন।


পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, যদি পাকিস্তান ‘সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে এবং পরবর্তীতে ৯/১১-এর পরে মার্কিন যুদ্ধে যোগ না দিত, তাহলে পাকিস্তানের ইতিহাস থাকত এক অনবদ্য।’ একই সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সতর্ক করে বলেছেন, পহেলগামে হামলার পর ভারতের পদক্ষেপগুলো দুই প্রতিবেশী দেশের মধ্যে ‘সর্বাত্মক যুদ্ধ’ শুরু করতে পারে।


তিনি উল্লেখ করেন, দুটি দেশের মধ্যে পূর্ণাঙ্গ সংঘাতের সম্ভাবনা নিয়ে বিশ্বকে চিন্তিত হওয়া উচিত, কারণ উভয় দেশেরই পারমাণবিক অস্ত্র রয়েছে। ভারতের সাথে ক্রমবর্ধমান কূটনৈতিক উত্তেজনার মধ্যে পাকিস্তানি সেনাবাহিনী ‘যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত’ বলেও জানান আসিফ। তিনি বলেন, ‘ভারত যা কিছু শুরু করবে, তার প্রতি আমরা আমাদের প্রতিক্রিয়া পরিমাপ করব। এটি হবে একটি পরিমাপিত প্রতিক্রিয়া...যদি কোনো সর্বাত্মক আক্রমণ বা এরকম কিছু হয়, তাহলে অবশ্যই একটি সর্বাত্মক যুদ্ধ হবে।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ১.৪১ পূর্বাহ্ন
আপডেট : রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ১.৪১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ