দেশের রাজনৈতিক অঙ্গনে চলমান অস্থিরতা নতুন মোড় নিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে একের পর এক বৈঠকে বসছে রাজনৈতিক দলগুলো। শনিবার (২৪ মে) রাতে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের সঙ্গে পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়।
এদিকে সেনাবাহিনী টহল জোরদার করেছে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে। চলছে অবৈধ অস্ত্র উদ্ধার ও গ্রেপ্তার অভিযান। সব মিলিয়ে জনমনে তৈরি হয়েছে এক ধরনের ভয়, উদ্বেগ ও অনিশ্চয়তা।
🔻 বৈঠকে দ্রুত নির্বাচনের দাবি বিএনপির
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যমুনায় পৌঁছায় বিএনপির প্রতিনিধিদল। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিদেশে থাকায় নেতৃত্ব দেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তার সঙ্গে ছিলেন ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ।
বৈঠক শেষে ড. মোশাররফ জানান, “আমরা প্রধান উপদেষ্টাকে লিখিত বক্তব্য দিয়েছি। ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন চায় বিএনপি। নিরপেক্ষতা রক্ষায় বিতর্কিত উপদেষ্টাদের সরিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন জরুরি।”
তিনি আরও বলেন, “গণতন্ত্রে উত্তরণের একমাত্র পথ সুষ্ঠু নির্বাচন। দেরি হলে দেশে স্বৈরাচার ফেরার আশঙ্কা থাকবে, আর তার দায় বর্তমান সরকারের ওপরই বর্তাবে।”
🔻 জামায়াত ও এনসিপির অবস্থান কিছুটা নরম
রাত ৮টার পর যমুনায় প্রবেশ করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল।
পরবর্তীতে রাত সাড়ে ৮টার দিকে আসে এনসিপি। দলে ছিলেন আহ্বায়ক নাহিদ ইসলাম, সংগঠক হাসনাত আবদুল্লাহ, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব ও সদস্য সচিব তাসনিম জারা।
তথ্যমতে, জামায়াত ও এনসিপি উভয় দলই প্রধান উপদেষ্টার পদত্যাগ চান না। তবে তারা জুলাই পর্যন্ত সময় দিয়ে একটি সমঝোতার মাধ্যমে নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করতে চান।
🔻 ‘পদত্যাগ নয়, রোডম্যাপ দিন’— এককথায় বার্তা
দেশজুড়ে চলমান গুঞ্জনের প্রেক্ষিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রথম ইঙ্গিত দেন যে, “প্রধান উপদেষ্টা পদত্যাগের কথা ভাবছেন।” যদিও বিএনপি স্পষ্ট জানিয়ে দেয়— তারা পদত্যাগ চায় না।
বিএনপির সালাহউদ্দিন আহমেদ বলেন, “প্রধান উপদেষ্টার পদত্যাগ বিএনপির কোনো দাবি নয়। তবে উনি থাকতে না চাইলে বিকল্প বেছে নেবে জনগণ।”
🔻 তিন ইস্যুতে আলোচনা: সংস্কার, বিচার ও নির্বাচন
বিএনপি বৈঠকে তিনটি মূল বিষয়ের ওপর আলোচনা করেছে:
সংস্কার: উপদেষ্টা পরিষদ পুনর্গঠনসহ প্রশাসনিক নিরপেক্ষতা নিশ্চিত করা
বিচার: আওয়ামী লীগের আমলে বিএনপির ক্ষতির বিচার নিশ্চিত করা
নির্বাচন: ডিসেম্বরের মধ্যে নির্বাচন, প্রয়োজনে ডিসেম্বরের আগেও
আমীর খসরু বলেন, “সংস্কার বিষয়ে ঐকমত্য হয়েছে। বিচার হবে স্বাধীন বিচার বিভাগের মাধ্যমেই।”
ড. মঈন খান বলেন, “এই তিনটি বিষয়ের মধ্যে কোনো আন্তঃসংযোগ নেই। প্রতিটি বিষয়ে আলাদাভাবে সিদ্ধান্ত নিতে হবে।”
🔻 সেনা মোতায়েন ও গ্রেপ্তার অভিযান
রাজনৈতিক অস্থিরতা ও গুজবের প্রেক্ষিতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে দেশের গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোতে। সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, “মব ভায়োলেন্সে জড়িতদের বিরুদ্ধে হবে কঠোর ব্যবস্থা।”
গত ২৪ ঘণ্টায় ৪১ জনকে আটক করা হয়েছে। এক মাসে আটক হয়েছেন ২ হাজারের বেশি এবং ৫ আগস্ট থেকে এ পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন মোট ১৪ হাজার ৪৮৫ জন।
রাজধানীর বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় চলছে সেনা টহল, যা জনমনে উদ্বেগ আরও বাড়িয়ে তুলছে।