ঢাকা
খ্রিস্টাব্দ

ভূঞাপুরে ওয়ারিশের সম্পত্তি দাবি করায় বৃদ্ধা বোনকে মারধরের অভিযোগ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

মো. শহিদুল ইসয়াম | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
টাঙ্গাইল
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১১.১৩ অপরাহ্ন

আপডেট : মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১১.১৩ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 776014 জন

  • নিউজটি দেখেছেনঃ 776014 জন
ভূঞাপুরে ওয়ারিশের সম্পত্তি দাবি করায় বৃদ্ধা বোনকে মারধরের অভিযোগ
ছবি : সংবাদদাতা প্রেরিত।

টাঙ্গাইলের ভূঞাপুরে ওয়ারিশের সম্পত্তির ভাগ চাওয়ায় বৃদ্ধা অসুস্থ বোনকে দিনভর ধানক্ষেতে জিম্মি ও মারধর করার অভিযোগ উঠেছে তার ভাই ছাত্তার মোল্লার বিরুদ্ধে।


গত সোমবার (২৮ এপ্রিল) ভূঞাপুর থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী খোদেজা বেগম নামে ৭০ বছর বয়সী ওই বৃদ্ধা। এর আগে গত ২৭ এপ্রিল রবিবার উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের বিলচাপড়া গ্রামে এ ঘটনা ঘটে। ওই দিন সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত ভুক্তভোগী ওই নারী, তার ছেলে-মেয়ে এবং মেয়ের জামাইকে ভয়ভীতি দেখিযে ধানক্ষেতে জিম্মি করে রাখে। খবর পেয়ে সন্ধ্যায় পুলিশ তাদের উদ্ধার করে।


অভিযোগ সূত্রে জানা গেছে, খোদেজা বেগম তার ভাই ছাত্তার মোল্লার কাছে ওয়ারিশের সম্পত্তির জন্য গোবিন্দাসী ইউনিয়ন পরিষদে অভিযোগ করলে একাধিকার সালিশের আহবান করে। সর্বশেষ গত ২৭ এপ্রিল রবিবার সকাল ১০টায় পরিষদের সালিশের আহবান করা হয়। কিন্তু সেই সালিশে ছাত্তার মোল্লা উপস্থিত হননি। পরবর্তীতে সকাল ১১ টার দিকে ভুক্তভোগী খোদেজা বেগম তার বাবার পৈত্তিক সম্পত্তির ওয়ারিশের জন্য ভাই ছাত্তার মোল্লার কাছে ওয়ারিশ বুঝে চান। ওয়ারিশ না দেওয়ায় ধান কাটা বাধা দেয় খোদেজা বেগম। এ সময় ছাত্তারের নির্দেশে তার ছেলে ও ভাতিজারা খোদেজা বেগমসহ তার ছেলে-মেয়ে ও তার জামাতাকে মারধর করে এবং ওই ধানে ক্ষেতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জিম্মি করে রাখে।


খোদেজা বেগম জানান, দীর্ঘদিন ধরে আমার ভাইয়ের কাছে বাবার সম্পত্তির ওয়ারিশ দাবি করে আসছি। এ নিয়ে অনেক বার দরবারে তাদের ডাকা হয়েছে কিন্তু তারা হাজির হয় না। ধান কাটা বাধা দিলে আমাদেরকে মারধর করে ধানক্ষেতেই জিম্মি করে রাখে। পরে পুলিশ খবর পেয়ে সন্ধ্যায় উদ্ধার করলে পরদিন সোমবার ভূঞাপুর থানায় অভিযোগ দায়ের করি।


এ প্রসঙ্গে ছাত্তার মোল্লার ছেলে শাহীন মোল্লা মোবাইল ফোনে জানান, ফুফু তার অংশের জমি আমাদের লিখে দিয়ে এখন আবার ওয়ারিশ দাবি করছেন। এনিয়ে জেলও খেটেছি। তাকে আমরা মারধর করেনি।


এ বিষয়ে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম জানান, ওইদিন খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করা করা হয়। অভিযোগ পেয়েছি, তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

মো. শহিদুল ইসয়াম | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
টাঙ্গাইল
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১১.১৩ অপরাহ্ন
আপডেট : মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১১.১৩ অপরাহ্ন