ঢাকা
খ্রিস্টাব্দ

মহাসড়কে দুর্ঘটনায় উদ্ধার কার্যক্রমে তৎপর রংপুর হাইওয়ে পুলিশ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

মাসুম পারভেজ | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
সাদুল্লাপুর, গাইবান্ধা
সোমবার, ০২ জুন ২০২৫, ১১.২৩ অপরাহ্ন

আপডেট : সোমবার, ০২ জুন ২০২৫, ১১.২৩ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 596735 জন

  • নিউজটি দেখেছেনঃ 596735 জন
মহাসড়কে দুর্ঘটনায় উদ্ধার কার্যক্রমে তৎপর রংপুর হাইওয়ে পুলিশ
ছবি : সংবাদদাতা প্রেরিত।

গত কয়েকদিনে রাতে ঝড়-বৃষ্টি এবং পিচ্ছিল রাস্তার কারণে রাতে বেশ কয়েকটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। তবে এই সড়ক দুর্ঘটনার সাথে সাথে হাইওয়ে পুলিশের উদ্ধার তৎপরতা জনগণের দৃষ্টি আকর্ষণ করেছে। 


 গতরাতে ঢাকা থেকে পঞ্চগড় গামী হানিফ পরিবহনের যাত্রীবাহী বাস বেশ গতিতে রাত তিন ঘটিকায় তারাগঞ্জ বাজার রোড ডিভাইডারের সাথে ধাক্কা লেগে রাস্তার পাশে উল্টে যায়। মধ্যরাতের পর এই দুর্ঘটনায়  সাত আট জন যাত্রী নারী পুরুষ আহত হয়। দুর্ঘটনার সাথে সাথেই তারাগঞ্জ বাজারে অবস্থিত তারাগঞ্জ থানার হাইওয়ে পুলিশ মোবাইল টিম উদ্ধার তৎপরতা শুরু করে সাথে যুক্ত হয় ফায়ার সার্ভিস। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয় ।


পুলিশ সুপারের নির্দেশনায় দ্রুত হাইওয়ে তারাগঞ্জ থানা থেকে অ্যাম্বুলেন্সটি পাঠানো হয় গুরুতর আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর জন্য। দ্রুততম সময়ের মধ্যে পুলিশ সুপারের নির্দেশে উদ্ধারকারী যানবাহন রেকার পাঠানো হয় হানিফ বাস থেকে উঠানোর জন্য। 


অতঃপর হাইওয়ে পুলিশ সেখানে অবস্থান করে যাত্রীদের এবং তাদের মালামালের নিরাপত্তা বিধান করে সেই সাথে দুর্ঘটনা কবলিত বাসের সুস্থ থাকা যাত্রীদের পঞ্চগড়  গামী অন্য বাসে তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য ব্যবস্থা করে। 


অপর একটি দুর্ঘটনায়  :

গতকাল মধ্যরাতে বড়দরগা হাইওয়ে থানা এলাকার মাদারহাট নামক স্থানে  একটি গরু বোঝাই ট্রাক যাহার রেজি নং-ঢাকা মেট্রো-ট-১২-১০৯৫ উক্ত ট্রাকটি বর্নিত স্থানে পৌছাইলে একই দিক থেকে আসা একটি ধান বোঝাই ট্রাক যাহার রেজিঃনংঢাকা মেট্রো ট-১২-২০৪৬ গরু বোঝাই ট্রাকের পিছনে স্ব-জোরে ধাক্কা দিলে গরু বোঝাই ট্রাকটি আইল‍্যান্ডের উপর উঠে যায় এবং হেলপার সাধারন আঘাত প্রাপ্ত হয় এবং ধান বোঝাই ট্রাকটির সামনে দুমড়ে মুচড়ে যায় চালক ও হেলপার সাধারন আঘাত প্রাপ্ত হয়।খবর পেয়ে ফায়ার সার্ভিস,,বড় দরগাহ হাইওয়ে থানা পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার পূর্বক পীরগন্জ উপজেলা স্বাহ‍্য কমপ্লেক্স এ প্রেরন করা হয়। হাইওয়ে পুলিশ সুপারের নির্দেশে দ্রুত সেখানে রেকার পাঠানো হয় এবং দ্রুততম সময়ের মধ্যে মহাসড়কে যানবাহন চলাচল শুরু হয়। 


অতঃপর হাইওয়ে পুলিশ রেকারের সহায়তায় দুর্ঘটনায় কবলিত ট্রাক থেকে গরু গুলো উদ্ধার করে গরুর মালিকের নিকট হস্তান্তর করে। এই দুর্ঘটনায় দুইটি গরুও সামান্য আহত হয়। হাইওয়ে পুলিশের এই উদ্ধার তৎপরতা জনমনে পুলিশ সম্পর্কে ইতিবাচক ভাবমূর্তি গড়ছে। এ প্রসঙ্গে হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন হাইওয়ে পুলিশ মহাসড়কে দুর্ঘটনা এবং অপরাধ প্রতিরোধে তৎপরতা বৃদ্ধি করেছে একই সাথে যেকোনো দুর্ঘটনার সংবাদ পাওয়ার সাথে সাথে হাইওয়ে পুলিশকে উদ্ধার কার্যক্রম জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। হাইওয়ে পুলিশের এই তৎপরতা ভবিষ্যতে আরো বাড়বে ইনশাআল্লাহ।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

মাসুম পারভেজ | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
সাদুল্লাপুর, গাইবান্ধা
সোমবার, ০২ জুন ২০২৫, ১১.২৩ অপরাহ্ন
আপডেট : সোমবার, ০২ জুন ২০২৫, ১১.২৩ অপরাহ্ন