চট্টগ্রামের পাঁচলাইশ এলাকায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে সাবেক কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিনকে শারীরিকভাবে হেনস্তা করার অভিযোগ উঠেছে। সোমবার (৬ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।
বিএনপি নেতারা সাবেক পুলিশ কর্মকর্তাকে লাঞ্ছিত করেছে: সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ওই দিন দুপুর আড়াইটার দিকে ব্যক্তিগত গাড়িতে পাঁচলাইশের আঞ্চলিক পাসপোর্ট অফিসে আসেন নেজাম উদ্দিন। এসময় পাসপোর্ট অফিসের আশেপাশে অবস্থান করা বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে দেখে দৌড়ে গিয়ে হেনস্তা করেন। তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। কলার ধরে টেনে-হিঁচড়ে নেজাম উদ্দীনের পরনের শার্ট ছিঁড়ে ফেলে বিক্ষুব্ধরা।
গ্রেপ্তার ও বিচারের দাবিতে থানার ঘেরাও: এই ঘটনার পর স্থানীয় পুলিশ সদস্যরা নেজাম উদ্দিনকে উদ্ধার করে পাঁচলাইশ থানায় নিয়ে যান। এর পরেই বিএনপি নেতা-কর্মীরা থানার সামনে জমায়েত হয়ে থানা ঘেরাও করেন এবং নেজাম উদ্দিনের বিরুদ্ধে বিচারের দাবি জানিয়ে স্লোগান দেন।
বিএনপি নেতার অভিযোগ: 'নেজাম উদ্দিন আমলে নির্যাতন করতেন’ চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহীদুল ইসলাম জানান, নেজাম উদ্দিন যখন কোতোয়ালি ও বাকলিয়া থানার ওসি ছিলেন, তখন তিনি বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নানাভাবে নির্যাতন, হয়রানি এবং অযথা গ্রেপ্তার করতেন। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগও রয়েছে এবং তিনি গ্রেপ্তার হওয়ার উপযুক্ত, বলেও দাবি করেন শহীদুল ইসলাম।
পাঁচলাইশ থানার ওসি মন্তব্য করতে রাজি হননি: এদিকে, এই বিষয়ে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলায়মান মন্তব্য করতে রাজি হননি এবং এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন।