ঢাকা
খ্রিস্টাব্দ

ভূঞাপুরে মাদরাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

মোঃ শহিদুল ইসয়াম | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
টাঙ্গাইল
শুক্রবার, ০১ আগস্ট ২০২৫, ৯.০৪ অপরাহ্ন

আপডেট : শুক্রবার, ০১ আগস্ট ২০২৫, ৯.০৪ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 347420 জন

  • নিউজটি দেখেছেনঃ 347420 জন
ভূঞাপুরে মাদরাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
ছবি : সংবাদদাতা প্রেরিত।

টাঙ্গাইলের ভূঞাপুরে ১১ বছরের শিশু শিক্ষার্থীকে বলাৎকারের ঘটনায় আল ক্বারীম দারুল উলুম আজাদী মাদরাসার শিক্ষক ওয়ালীউল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ।


বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে যমুনা সেতু এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে বুধবার রাতে শিশুটির পিতা বাদি হয়ে ভূঞাপুর থানায় মামলা দায়ের করেন। 


গ্রেপ্তারকৃত ওয়ালীউল্লাহর বাড়ি পাবনায়। 


জানা গেছে, উপজেলার আল ক্বারীম দারুল উলুম আজাদী মাদরাসার শিক্ষক ওয়ালীউল্লাহ ওই শিশু শিক্ষার্থীকে রাতের বেলায় নিজ কক্ষে ডেকে নিয়ে প্রায়ই যৌন নির্যাতন করতো। কাউকে ঘটনা বললে মারধরের ভয় দেখায়। ভয়কে উপেক্ষা করে শিশুটি এ ঘটনা তার মা-বাবাকে খুলে বলে। পরে মাদরাসা কর্তৃপক্ষকে বিষয়টি জানালে ঘটনার সত্যতা স্বীকার করে শিক্ষক ওয়ালীউল্লাহ। বরখাস্ত করা হয় তাকে। সালিশের মাধ্যমে ঘটনা ধামাচাপা দেয়া হয়। আইনের আশ্রয় না নিতে চাপ দেয়া হয় শিশুটির পরিবারকে। 


এদিকে ঘটনাটি প্রকাশ পেলে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় সংবাদ প্রকাশ হয়। ঝড় উঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। উপজেলা নির্বাহী অফিসার আবু আব্দুল্লাহ খান শিক্ষার্থীর পরিবারের পাশে থেকে নির্ভয় দিলে বুধবার রাতে শিশুটির পিতা বাদি হয়ে মামলা দায়ের করেন। পরে বৃহস্পতিবার রাতে ভূঞাপুর থানা পুলিশ শিক্ষক ওয়ালীউল্লাহকে গ্রেপ্তার করে।

 

এ বিষয়ে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ একে এম রেজাউল করিম বলেন, বুধবার রাতে শিশুটির পিতা বাদি হয়ে মামলা দায়ের করলে ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশ শিক্ষক ওয়ালীউল্লাহকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ ঘটনায় প্রযোজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

মোঃ শহিদুল ইসয়াম | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
টাঙ্গাইল
শুক্রবার, ০১ আগস্ট ২০২৫, ৯.০৪ অপরাহ্ন
আপডেট : শুক্রবার, ০১ আগস্ট ২০২৫, ৯.০৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ