ঢাকা
খ্রিস্টাব্দ

চট্টগ্রাম

বন্দরে দুই বিদেশি জাহাজের মধ্যে সংঘর্ষ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
বুধবার, ০৫ মার্চ ২০২৫, ১২.১৬ পূর্বাহ্ন

আপডেট : বুধবার, ০৫ মার্চ ২০২৫, ১২.১৭ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 985726 জন

  • নিউজটি দেখেছেনঃ 985726 জন
বন্দরে দুই বিদেশি জাহাজের মধ্যে সংঘর্ষ
চট্টগ্রাম বন্দর। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম সমুদ্র বন্দরের বহির্নোঙর এলাকায় দুই বিদেশি জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় চার ঘণ্টা পর জাহাজ দুটিকে নিরাপদে সরিয়ে নেয়া হয়। 



মঙ্গলবার (৪ মার্চ) বেলা ১২টা ২০ মিনিটের দিকে সংঘর্ষের ফলে একটি আরেকটির সঙ্গে আটকে যায়। পরে বিকেল সাড়ে ৪টার দিকে বন্দরের ৪টি টাগবোটের সহায়তায় জাহাজ দুটিকে নিরাপদে সরানো হয়। এতে কনটেইনারবাহী একটি জাহাজের আংশিক ক্ষতি হয়। 



এ পরিস্থিতি বন্দরের তিনটি সাহায্যকারী জলযান ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। বন্দরের পাইলট ও কর্মচারীদের সমন্বয়ে একটি দল চার ঘণ্টা পর দুই জাহাজকে নিরাপদে সরিয়ে নেয়।


দুর্ঘটনার কবলে পড়া জাহাজ দুটি হলো- অয়েল ট্যাংকার এমটি রিনে এবং কনটেইনারবাহী ইয়াং ইউই-১১। এর মধ্যে এমটি রিনে বেলিজের পতাকাবাহী এবং ইয়াং ইউই-১১ পানামার পতাকাবাহী। 



চট্টগ্রাম বন্দর সচিব ওমর ফারুক জানান, মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে পাম তেলবাহী ট্যাংকারটি নোঙর করা অবস্থায় ছিল। কনটেইনারবাহী জাহাজের সঙ্গে সংঘর্ষ হলে অয়েল ট্যাংকারটির নোঙরের ক্যাবলের সঙ্গে অপরটির প্রোপেলার আটকে যায়। খবর পেয়ে বন্দরের টাগবোট কান্ডারি ১০, কান্ডারি ৪, বিএলভি লুসাই এবং পাইলট ভেসেল ঘটনাস্থলে প্রেরণ করা হয়। 


মো. ওমর ফারুক বলেন, জাহাজ দুটি এখন নিরাপদ আছে। বন্দরের বহির্নোঙরে জাহাজ চলাচলসহ সব কার্যক্রম স্বাভাবিক রয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
বুধবার, ০৫ মার্চ ২০২৫, ১২.১৬ পূর্বাহ্ন
আপডেট : বুধবার, ০৫ মার্চ ২০২৫, ১২.১৭ পূর্বাহ্ন