ঢাকা
খ্রিস্টাব্দ

গোপালগঞ্জে অস্থিরতা:

আজ রাত ৮টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
বুধবার, ১৬ জুলাই ২০২৫, ৭.১৫ অপরাহ্ন

আপডেট : বুধবার, ১৬ জুলাই ২০২৫, ৭.১৫ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 444100 জন

  • নিউজটি দেখেছেনঃ 444100 জন
আজ রাত ৮টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ
ছবি- ইন্টারনেট।

জেলার বিভিন্ন স্থানে অস্থিরতা ও সংঘাতের প্রেক্ষাপটে গোপালগঞ্জে আজ বুধবার রাত ৮টা থেকে আগামীকাল বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করেছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং বুধবার সন্ধ্যায় পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ ও হামলা-পাল্টাহামলার ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এরআগে গোপালগঞ্জ সদরে ১৪৪ ধারা জারি করা হয়।

জেলা প্রশাসনের সূত্র জানান, কারফিউ চলাকালে সাধারণ জনগণের চলাচল সীমিত থাকবে। বিশেষ প্রয়োজন ছাড়া কাউকে ঘরের বাইরে বের না হতে অনুরোধ জানানো হয়েছে। এছাড়া, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে থাকবে এবং সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে।

প্রসঙ্গত, আজ বুধবার গোপালগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় সংঘর্ষ ও সহিংস ঘটনার কারণে জনমনে আতঙ্ক তৈরি হয়। এই প্রেক্ষিতেই কারফিউ জারির সিদ্ধান্ত নেয়া হয় বলে জানিয়েছেন জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জেলা প্রশাসন সকলকে শান্ত থাকার এবং গুজব এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
বুধবার, ১৬ জুলাই ২০২৫, ৭.১৫ অপরাহ্ন
আপডেট : বুধবার, ১৬ জুলাই ২০২৫, ৭.১৫ অপরাহ্ন