ঢাকা
খ্রিস্টাব্দ

সিনেমা হলে শো চলছে দুটি করে, নেই দর্শক

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1811562 জন

  • নিউজটি দেখেছেনঃ 1811562 জন
সিনেমা হলে শো চলছে দুটি করে, নেই দর্শক
ছবি : সংগৃহীত

ছর দুয়েক হলো ঈদকেন্দ্রিক সিনেমাগুলোতে দর্শকের যাতায়াত বেড়েছিল। তবে গেল দু-তিন বছরের রেকর্ড ভেঙেছিল এবারের ঈদে মুক্তি পাওয়া তুফান। ঈদ শেষ হলেও চাহিদা ছিল তুঙ্গে। দেশের প্রথম ও সবচেয়ে বড় মাল্টিপ্লেক্স  শো বাড়াচ্ছিল প্রতি সপ্তাহে।


কিন্তু তাতে যেন বড় ধরনের ধাক্কা দিল ছাত্রদের এই আন্দোলন।  সপ্তাহখানেক বন্ধ থাকার পর গেল ২৫ জুলাই খুলেছে দেশের প্রেক্ষাগৃহ। কিন্তু খোলার পর থেকেই যেন দর্শক খরা। কারফিউ শিথিল করা সময়ের সঙ্গে মিল রেখে দিনে দুটি করে শো চালাচ্ছে স্টার সিনেপ্লেক্স।


স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দিন বলেন, ‘ গত ২৫ তারিখ থেকে আমাদের সব শাখা খোলা হয়েছে। কারফিউ শিথিল করার সময় মেনে দুটি করে শো চলছে। একটি সকালে, আরেকটি দুপুরে। তবে শো হলেও সেভাবে দর্শক নেই।


কোনো শোতে ১০ জন, কোনো শোতে ২০-৩০ জন নিয়ে শো চালাতে হচ্ছে।’

তিনি এর কারণ হিসেবে বলেছিলেন, ‘এটার বড় কারণ কোনো কিছু স্বাভাবিক হয়নি। স্বাভাবিক হলে আমাদের ব্যবসাও স্বাভাবিক হবে। এ ছাড়া আমাদের বেশির ভাগ টিকিট এখন অনলাইনে সেল হয়। এ জন্য দেশের ইন্টারনেটব্যবস্থাও স্বাভাবিক হওয়া জরুরি।


এদিকে রাজধানীর বাইরে বেশ কিছু সিঙ্গেল স্ক্রিনের হল খোলার খবর পাওয়া গেছে। জিঞ্জিরা, আড়াইহাজার, আজাদ সিনেমা হল, মণিহার সিনেমা হল চালু থাকলেও প্রায় দর্শকশূন্য। দেশের বিভিন্ন জায়গায় খবর নিয়ে এমনটাই শোনা গেছে।


এদিকে গত শুক্রবার ‘হৈমন্তীর ইতিকথা’ নামে একটি সিনেমা মুক্তির কথা থাকলেও সেটি মুক্তি পাচ্ছে না বলে জানিয়েছেন পরিচালক মির্জা সাখাওয়াৎ হোসেন। দেশের এই পরিস্থিতিতে আপাতত নতুন কোনো সিনেমা মুক্তির সম্ভাবনা নেই।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ