বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা শাখার নতুন সেক্রেটারি হিসেবে দায়িত্বভার পেয়েছেন মিরসরাইয়ের সন্তান ও উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী। একটি সুশৃঙ্খল ও প্রতিযোগিতাপূর্ণ নির্বাচনের মাধ্যমে তাঁকে এই গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত করা হয় মঙ্গলবার রেডক্রিসেন্ট সূত্রে জানা যায়।
আব্দুল আউয়াল চৌধুরী দীর্ঘদিন ধরে সমাজসেবা ও রাজনৈতিক অঙ্গনে সক্রিয়ভাবে কাজ করে আসছেন। রেডক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি হিসেবে তিনি দুর্যোগ ব্যবস্থাপনা, মানবিক সহায়তা এবং সমাজ উন্নয়নের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় নেতৃবৃন্দ ও বিশিষ্টজনেরা।
এ উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মিরসরাইয়ের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
তাঁর এই অর্জনে মিরসরাইসহ গোটা চট্টগ্রামবাসীর মধ্যে আনন্দের জোয়ার বইছে।
রেডক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি হিসেবে এরআগেও সুনামের সহিত তিনি চট্টগ্রাম জেলা শাখার দায়িত্ব পালন করেছেন।
এ উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মিরসরাইয়ের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।