ঢাকা
খ্রিস্টাব্দ

শিবচরে 'আমার দেশ’ সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শাখাওয়াত হোসেন মোল্লা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
শিবচর, মাদারীপুর
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ৮.৪৬ অপরাহ্ন

আপডেট : শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ৮.৪৬ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 814256 জন

  • নিউজটি দেখেছেনঃ 814256 জন
শিবচরে 'আমার দেশ’ সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
ছবি : সংবাদদাতা প্রেরিত।

মাদারীপুর জেলার শিবচর উপজেলায় দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাহসী সাংবাদিক একুশে পদকপ্রাপ্ত ড. মাহমুদুর রহমানসহ পত্রিকাটির চারজন সাংবাদিকের বিরুদ্ধে ফ্যাসিবাদী আওয়ামী সরকারের দোসর মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামালের দায়ের করা মামলার প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করেন আমার দেশ পাঠকমেলা শিবচর উপজেলা শাখা।


শুক্রবার(২৫ এপ্রিল)সকাল ১০টায় ৭১ চত্ত্বর শিবচর প্রেসক্লাব এর সামনে ফ্যাসিবাদী আওয়ামী সরকারের দোসর মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামালের দায়ের করা মামলার প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এ মানববন্ধনে আমার দেশ পাঠকমেলা শিবচর উপজেলা শাখা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠন, শিক্ষক, ছাত্রসহ সর্বস্তরের জনগণ এ মানববন্ধনে অংশগ্রহণ করে।


এ সময় মানববন্ধনে বক্তারা বলেন'বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকার দৈনিক আমার দেশ পত্রিকার বিরুদ্ধে কাজ করেছিল,তারা বিগত দিনে দৈনিক আমার দেশের কন্ঠ রোধ করার জন্য এক সময় পত্রিকাটি বন্ধ করে দেন। আমার দেশ পত্রিকার ছাপাখানা নষ্ট করে মূল্যবান মালামাল গুলো লুট করে নিয়ে যান।এতেও তারা থামেননি সর্বশেষ প্রিয় সম্পাদক মাহমুদুর রহমানের উপর অমানবিক নির্যাতন চালায়।একটির পর একটি মামলা দিতে থাকে মাহমুদুর রহমানের নামে।ফ্যাসিস্ট আওয়ামী সরকার মাহমুদুর রহমানের বিরুদ্ধে শতাধিক মামলা দিয়েই ছাড়েননি, সন্ত্রাসী দিয়ে তাঁকে কোর্টে হত্যার চেষ্টা করেছেন অসংখ্যবার।মাহমুদুর রহমান সত্য লিখতে কখনো পিছপা হতেন না।মাহমুদুর রহমানরা একদিনে তৈরি হয়নি, তিনি কখনোই অন্যায়ের কাছে মাথা নত করেননি আর এই জন্যই তিনি আজ সবার কাছে এত জনপ্রিয়।তারা মাহমুদুর রহমানের এত জনপ্রিয়তা দেখে বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দোসরদের মন ভালো নেই, তাদের বিভিন্ন অপকর্ম তুলে ধরার কারণে প্রিয় সম্পাদক মাহমুদুর রহমান ও তার টিমের পিছনে লেগে আছেন ওই দুর্নীতিবাজ চক্রটি।কয়েকদিন আগে আওয়ামী সরকারের দোসর মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের অপকর্ম তুলে ধরায় দৈনিক আমার দেশ পত্রিকার সাহসী সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানসহ পত্রিকার চার সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা করেছেন।শেখ হাসিনা পালিয়েছে কিন্তু তার সহযোগীরা এখনো রয়ে গেছে।আমরা আওয়ামী সরকারের দোসর মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের অপকর্মের বিচারের দাবী করছি সেই সাথে অবিলম্বে মামলা প্রত্যাহার করার জোর দাবি জানাই। 


এ সময় মানববন্ধন ও সমাবেশটি সঞ্চালনা করেন আমার দেশ পত্রিকার শিবচর উপজেলা প্রতিনিধি মোঃ সরোয়ার হোসেন মিঠু। আমার দেশ পাঠকমেলার ইমতিয়াজ আহমেদ ইমন ।


বক্তব্য রাখেন দিপ্ত টিভির জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম রাজা, দৈনিক ইনকিলাব এর উপজেলা প্রতিনিধি মোঃরাশেদুল ইসলাম রাসেল, দৈনিক নয়া দিগন্ত পত্রিকার উপজেলা প্রতিনিধি আহসান হাবীব, এশিয়া টিভির শিবচর উপজেলা প্রতিনিধি মোঃ রুবেল মোড়ল, শিবচর উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক মোঃ মতিউর রহমান। 


অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন দৈনিক জনতার উপজেলা প্রতিনিধি শাখাওয়াত হোসেন মোল্লা, আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি ইমতিয়াজ আহমেদ ইমন,দৈনিক আমার সংবাদের উপজেলা প্রতিনিধি মসিউর কাজী, দৈনিক সকালের সময়ের উপজেলা প্রতিনিধি নাজমুল হোসেন লাবলু, দৈনিক রুপালি বাংলাদেশের শিবচর উপজেলা প্রতিনিধি বজলুর রহমান, দৈনিক বার্তার রাজু আহমেদ, মোঃসজিব, দৈনিক নতুন বাংলার মোঃ সোবাহান মিয়া, রাজধানি টিভির জাভেদ মাহামুদ জুয়েল, মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের শিবচর উপজেলার সাধারণ সম্পাদক আব্দুর রহমান মুন্সি, কুতুবপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শওকত গাছি, সন্ন্যাসীচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল ইসলাম, মোঃসেলিম মুন্সি, যুবদল নেতা জিয়াউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শাখাওয়াত হোসেন মোল্লা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
শিবচর, মাদারীপুর
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ৮.৪৬ অপরাহ্ন
আপডেট : শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ৮.৪৬ অপরাহ্ন