ঢাকা
খ্রিস্টাব্দ

চুয়াডাঙ্গায় ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে বিএনপির দু'গ্রুপের সংঘর্ষ, নিহত ১

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
খুলনা
শনিবার, ০৮ মার্চ ২০২৫, ৫.১৪ অপরাহ্ন

আপডেট : শনিবার, ০৮ মার্চ ২০২৫, ৫.১৫ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 976574 জন

  • নিউজটি দেখেছেনঃ 976574 জন
চুয়াডাঙ্গায় ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে বিএনপির দু'গ্রুপের সংঘর্ষ, নিহত ১
- প্রতীকি ছবি।

চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নে ভিজিএফ কার্ড বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মো. রফিক (৫০) নামে একজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৪ জন।

শনিবার (৮ মার্চ) সকালে তিতুদহ গ্রামে সংঘর্ষটি ঘটে, যেখানে রফিক গ্রুপ ও বিএনপির সভাপতি মিলন মিয়া গ্রুপের মধ্যে তীব্র হামলা হয়। মিলন গ্রুপের সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে রফিকের ওপর হামলা চালালে ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে।

এই ঘটনায় আহত হন রফিকের ছোট ভাই শফিক, বিএনপি নেতা মিলন, টোটন এবং রফিকুল। তাদের সবাইকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে।

পুলিশ জানায়, কয়েকদিন ধরে ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউনিয়নে বিরোধ চলছিল এবং শনিবার মীমাংসার জন্য আলোচনা হওয়ার কথা ছিল।

এবিষয়ে সেখানকার অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস জানান, নিহত রফিককে কুপিয়ে হত্যা করা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। নিহতের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানান তিনি। 

ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
খুলনা
শনিবার, ০৮ মার্চ ২০২৫, ৫.১৪ অপরাহ্ন
আপডেট : শনিবার, ০৮ মার্চ ২০২৫, ৫.১৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ