ঢাকা
খ্রিস্টাব্দ

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেজারার ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খান

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

ওবাইদুল হক | বিশেষ সংবাদদাতা
ঢাকা অফিস
সোমবার, ০৬ জানুয়ারি ২০২৫, ৭.৪৪ অপরাহ্ন

আপডেট : সোমবার, ০৬ জানুয়ারি ২০২৫, ৭.৪৪ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1159829 জন

  • নিউজটি দেখেছেনঃ 1159829 জন
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেজারার ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খান
ছবি- অধ্যাপক ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খান।

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রোটেকনোলজি ডিসিপ্লিন বিভাগের অধ্যাপক ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খান কে নিয়োগ প্রদান করা হয়েছে। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০১৫ এর ১৩(১) ধারা অনুযায়ী এ নিয়োগ প্রদান করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব এ. এস. এম. কাসেম কর্তৃক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা যায়। 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ০৫টি শর্তসাপেক্ষে অধ্যাপক ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খান কে এ নিয়োগ প্রদান করা হয়। শর্তগুলো হলো: (১) ট্রেজারার হিসেবে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ০৪ (চার) বছর হবে; (২) উপর্যুক্ত পদে তিনি তাঁর পদের সমপরিমাণ বেতন-ভাতাদি পাবেন; (৩) তিনি বিধি অনুযায়ী তদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন; (৪) তিনি বিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত এবং ভাইস-চ্যান্সেলর কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন; এবং (৫) মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে মর্মে প্রজ্ঞাপন সূত্রে জানা যায়। 


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

ওবাইদুল হক | বিশেষ সংবাদদাতা
ঢাকা অফিস
সোমবার, ০৬ জানুয়ারি ২০২৫, ৭.৪৪ অপরাহ্ন
আপডেট : সোমবার, ০৬ জানুয়ারি ২০২৫, ৭.৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ