ঢাকা
খ্রিস্টাব্দ

চট্টগ্রাম

তুচ্ছ ঘটনায় ডিসি পার্কে মারামারি, হামলা, ভাঙচুর ও গুলির আওয়াজ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১.১৬ অপরাহ্ন

আপডেট : বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২.৩৬ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1070412 জন

  • নিউজটি দেখেছেনঃ 1070412 জন
তুচ্ছ ঘটনায় ডিসি পার্কে মারামারি, হামলা, ভাঙচুর ও গুলির আওয়াজ
ছবি- ইন্টারনেট।

চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাটে ডিসি পার্কের সামনে গাড়ি পার্কিং করা নিয়ে বিরোধে পার্কের ভেতরে ভাঙচুর চালানো হয়েছে। সেখানে ফাঁকা গুলির শব্দও পাওয়া গেছে। মারামারির তান্ডবে ভীতিকর অবস্থা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। সোমবার (৪ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত পার্কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। স্থানীয়রা জানান, রাত ৯টার দিকে এক গাড়িচালক যাত্রী নামিয়ে পার্কের সামনে অবস্থান করছিলেন। তখন সেখানে থাকা আরেক চালক গাড়ি সরাতে বলেন। এ নিয়ে তাদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। অন্য চালকরা এসে বিষয়টি মীমাংসা করার চেষ্টা করেন। এরমধ্যে এক চালক অন্য চালকের গায়ে হাত উঠান। এ নিয়ে শুরু হয় মারামারি। ততক্ষণে চালকদের একটি অংশ পার্কের ভেতরে গিয়ে ভাঙচুর শুরু করেন। তখন সেখানে গোলাগুলির শব্দও শুনতে পাওয়া যায়।

চট্টগ্রাম জেলা প্রশাসনের স্টাফ অফিসার মো. ইসরাফিল জাহান গণমাধ্যমকে বলেন, ডিসি পার্কের সামনে গাড়ি পার্কিং করা নিয়ে দুই চালকের মধ্যে ঝগড়া লাগে। সেই ঝগড়া অন্যান্য চালকের মধ্যে ছড়িয়ে পড়ে। এতে ক্ষুব্ধ হয়ে পার্কের ভেতরে ভাঙচুর হয়।

ততক্ষণে চালকদের একটি অংশ পার্কের ভেতরে গিয়ে ভাঙচুর শুরু করেন। তখন সেখানে গোলাগুলির শব্দও শুনতে পাওয়া যায়। চট্টগ্রাম জেলা প্রশাসনের স্টাফ অফিসার মো. ইসরাফিল জাহান কালের কণ্ঠকে বলেন, ডিসি পার্কের সামনে গাড়ি পার্কিং করা নিয়ে দুই চালকের মধ্যে ঝগড়া লাগে। সেই ঝগড়া অন্যান্য চালকের মধ্যে ছড়িয়ে পড়ে। এতে ক্ষুব্ধ হয়ে পার্কের ভেতরে ভাঙচুর হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার কে.এম রফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ডিসি পার্কে ব্যাপক ভাঙচুর চালিয়েছে দুষ্কৃতিকারীরা।

চট্টগ্রাম জেলা প্রশাসনের এডিসি (সার্বিক) মো. কামরুজ্জামান গণমাধ্যমকে বলেন, গাড়িচালক ও তাদের লোকজন ডিসি পার্কে হামলা চালিয়ে প্রচুর ক্ষতি করেছে। এখন সেখানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। তাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১.১৬ অপরাহ্ন
আপডেট : বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২.৩৬ পূর্বাহ্ন